বিজ্ঞাপন

সাতক্ষীরা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

February 5, 2020 | 9:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে তারা এ কর্মসূচী ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসময় চিকিৎসকরা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সরকার কোটি কোটি টাকার উন্নত চিকিৎসা সরঞ্জাম দিলেও তা কাজে আসছে না। টেকনিশিয়ানের অভাবে এসব সরঞ্জাম পড়ে রয়েছে। রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা বলেন, ২০১১ সালে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে এখনও জরুরি বিভাগ চালু হয়নি। জরুরি বিভাগে দায়িত্ব পালনের শিক্ষা ও অভিজ্ঞতা থেকে ইন্টার্ন চিকিৎসকরা বঞ্চিত হচ্ছেন। ভবিষ্যৎ পেশাগত জীবনে তাদের শিক্ষাগত এ ঘাটতি থেকে যাবে। এসব ঘাটতি পূরণের দাবিতে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হুমায়ুন কবির, ডা. আমিনুল ইসলাম, ডা. কবিরুল আলম, ডা. রবিউল ইসলাম, ডা. ফারিয়া টুম্পাসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

ইন্টার্ন চিকিৎসকদের এ দাবির সঙ্গে সাতক্ষীরা বিএমএ সভাপতি ডা. আজিজুর রহমান একাত্মতা ঘোষণা করেন।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন