বিজ্ঞাপন

দলবদলের আগেই বাজারে আগুন, বিপাকে ক্লাবগুলো

February 23, 2018 | 10:40 pm

জাহিদ-ই-হাসান, স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: আগামী মৌসুমের দলবদল হতে এখনও চার-পাঁচ মাস বাকী। দলবদলের সময়ের আগেই গোপনে দল গোছাতে শুরু করেছে ফুটবল ক্লাবগুলো। এর সুযোগে ফুটবলাররা নিজেদের দাম নিয়ে যাচ্ছেন ‘আকাশে’। ‘টাকা যার খেলোয়াড় তার’ এমন অবস্থা দাঁড়িয়েছে। তাতে বড় বাজেটের ক্লাবগুলোর সামনে অনেকটাই হা-হুতাশে আছে কম বাজেটের ক্লাবগুলো।

বিপাকে পড়তে হচ্ছে এই ক্লাবগুলোদের। স্পন্সরহীন ক্লাবগুলোও দিশেহারা দল গোছানোয়। ক্ষোভ ঝড়েছে ক্লাব কর্মকর্তাদের মুখেও। চড়া মূল্য হাঁকিয়ে ফুটবলাররা বাজারে রীতিমত আগুন ঝড়াচ্ছেন। যার ফলে বাজারে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে বলে মত সংশ্লিষ্টদের।

গত মৌসুমে যারা ব্যাঞ্চে কাটিয়েছেন দীর্ঘ সময় বা কম মূল্যে ক্লাবে ঢুকেছেন এবার তারাই দাবি করছেন তাদের তিনগুণ বেশি মূল্য। কারও কারও ক্ষেত্রে সেটি দাঁড়িয়েছে পাঁচগুণও!

বিজ্ঞাপন

সুফিল-তপু-জাফর ইকবাল-মতিন মিয়াদের চড়া দামে দলবদলের গুঞ্জন আকাশে-বাতাসে। জুলাইয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। তবে, এদের আগুন ঝড়া মূল্যের কারণে কিছুটা বিপাকে স্পন্সরহীন ক্লাবগুলো। বাজেটের স্বল্পতার কারণে দলবদলের বাজারটাও গরম হয়েছে। দামে ভারসাম্য হারিয়েছে।

এই স্বল্প বাজেটের দলগুলো শঙ্কায় আছে দল গোছানো নিয়ে। শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালক সালেহ জামান এক সংবাদমাধ্যমকে জানান, ‘যেভাবে ফুটবলাররা দাম হাঁকাচ্ছে, ৫ কোটি টাকার বাজেট হয়ে যাচ্ছে ১০ কোটি এভাবে দল গঠন করা কঠিন হয়ে পড়েছে।’

অথচ এদের অনেকের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন আছে। নাম প্রকাশে একজন বলেন, ‘পারফরম্যান্সের বালাই নেই। অথচ ২০ লাখের প্লেয়ার হাঁকাচ্ছে ৬০ লাখ!’

বিজ্ঞাপন

তবে ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, ফুটবলারদের দাম উঠতেই পারে। পরের কথাই জানিয়ে দিলেন তার প্রথম কথার মর্মার্থ, পারফরম্যান্সেটাও ৫০ লাখের মতো হওয়া চাই।’ সেটা হচ্ছে কি?

বাজার ভারসাম্য রাখার কথা বললেন আরামবাগের কোচ মারুফুল হক, ‘প্লেয়ারকে বুঝতে হবে, এক বছরে সে ৪০ লাখ টাকা কামাবে নাকি ১০ বছর ধরে কামাবে। দীর্ঘ মেয়াদে চাইলে তাকে খেলতে হবে, শিখতে হবে। কিন্তু ওরা না শিখেই টাকার জন্য চলে যায়। বড় দলে গিয়ে বসে থাকে। জাতীয় দল ফল পায় না।’

এর ফলে দলবদলে  চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ ‘লিগের দ্বিতীয় পর্বের মাঝপথেই আমাদের কয়েকজন খেলোয়াড় টাকা নিয়ে অন্য দলে চলে যায়। শেষ দিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাওয়ায় তারা রেজাল্ট পাইনি।’

হঠাৎ দাম বাড়ানোর ফলে দলবদলের বাজারে যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে তা না কমলে হয়তো বিপদেই পড়তে হবে কম বাজেটের ক্লাবগুলোকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন