বিজ্ঞাপন

যুক্তরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে শতাব্দী সেরা ঝড় ‘কিয়ারা’

February 10, 2020 | 10:59 am

আন্তর্জাতিক ডেস্ক

৪০ ঘন্টার মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানার সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে এ শতাব্দীর ভয়াবহতম ঝড় ‘কিয়ারা’। ঘন্টায় ১০০ মাইল গতিবেগের ওই ঝড়ের প্রভাবে ইতোমধ্যেই যুক্তরাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি ও তুষারপাত শুরু হয়েছে। ভেঙে পড়েছে দেশটির যোগাযোগ ব্যবস্থা। স্কটল্যান্ড পর্যন্ত অগ্রসর হওয়া ‘কিয়ারা’ সোমবার (১০ ফেব্রুয়ারি) যে কোনো সময়ে পূর্ণ শক্তি নিয়ে যুক্তরাজ্যে আঘাত হানতে পারে। যুক্তরাজ্যের আবহাওয়া দফতরের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি মেইল।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) ‘কিয়ারা’র গতিবেগ ছিল ঘন্টায় ৯৩ মাইল। সেই পরিস্থিতিতেই যুক্তরাজ্যে রেল, ফেরি, সড়ক ও আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের কোনো কোনো স্থানে ৫ সেন্টিমিটার পুরু বরফের আস্তরন জমে আছে। পূর্বাভাসে বলা হয়েছে, ‘কিয়ারা’র প্রভাবে এই বরফের আস্তরন ২০ সেন্টিমিটার পর্যন্ত পুরু হতে পারে।

এখন পর্যন্ত আবহাওয়া দফতরের পক্ষ থেকে ‘হলুদ’ সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কিয়ারা’র প্রভাবে তাদের সোমবারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। রেলের যাত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেনো ভ্রমণের আগে সংশ্লিষ্ট রুটের সময়সূচি পরীক্ষা করে নেন। সড়ক নেটওয়ার্ক ভেঙে পড়ায় সড়কপথের যাত্রীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের আবহাওয়া দফতরের পক্ষ থেকে অ্যালেক্স বুরকিল ডেইলি মেইলকে জানিয়েছেন, যদিও কিয়ারার আশঙ্কা ধীরে ধীরে কেটে যাচ্ছে, তবে বৈরি আবহাওয়া চলমান থাকবে।

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন