বিজ্ঞাপন

শিগগিরই নেইমারকে ফিট পেতে চান এমেরি

February 24, 2018 | 2:48 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

রোববার ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হবে পিএসজি। আর এই ম্যাচে নেইমারের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। পিএসজির কোচ উনাই এমেরি জানিয়েছেন, যদিও তিনি ডাক্তার নন, তারপরও বুঝতে পারছেন নেইমার অসুস্থ।

ঘরোয়া লিগে বেশ ভালো অবস্থানেই আছে পিএসজি। টেবিলের শীর্ষে থাকা দ্বিতীয় দল থেকে ১২ পয়েন্ট এগিয়ে। মার্শেইয়ের বিপক্ষে লড়াইটা তাই যতটা পয়েন্ট টেবিলের, তার চেয়ে বেশি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি।

রিয়ালের ঘরের মাঠে ৩-১ গোলে হেরে এসেছে পিএসজি। তাই হোম ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চায় এমেরি। তাতে দলের সেরা তারকা নেইমারকে পুরোপুরি সুস্থ দেখতে চান পিএসজি কোচ।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমে এমেরি জানান, ‘আমি ডাক্তার না, ক্লাবের ডাক্তার আমাকে শুধু বলেছেন নেইমার অসুস্থ। নেইমারের ইনজুরির কোনো সমস্যা নেই। ভাইরাল জ্বর, গতকাল যেমনটা হয়েছিল লাস দিয়ারার। তবে, আশা করছি নেইমারকে খুব শিগগিরই অনুশীলনে ফিরে পাবো। হয়তো রোববারের ম্যাচের জন্য নেইমারকে পুরোপুরি ফিট পাবো।’

পিএসজির চিকিৎসক দল এমেরিকে কি জানিয়েছেন, এমন প্রশ্নের জবাবে এমেরির উত্তর, ‘নেইমারের গ্যাস্ট্রোয়েনটেরিটিসের (পরিপাকতন্ত্রের অসুখ) সমস্যা দেখা দিয়েছে এবং একটু জ্বরও আছে। এটাই দলের চিকিৎসকরা জানিয়েছেন।’

রিয়ালকে দ্বিতীয় লেগে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে আতিথ্য জানাবে পিএসজি। এই মাঠেই লিগ ওয়ানের ম্যাচে মার্শেইকে আতিথ্য জানাচ্ছে প্যারিসের জায়ান্টরা। রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে হোম ম্যাচ পাওয়ায় খুশি এমেরি। তিনি যোগ করেন, ‘আমি এখানে কোনো চাপ দেখছি না। যখন আমরা ঘরে খেলি, আমি সবসময়ই নির্ভার থাকি। আমি সবসময় ঘরের খেলাটা পছন্দ করি। নিজেদের মাঠে আমার ছাত্ররাও বিশেষ কিছু অনুভব করে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন