বিজ্ঞাপন

মেসি ও সুয়ারেজকে বিশ্রামের ইঙ্গিত

February 24, 2018 | 2:50 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগায় অপেক্ষাকৃত দুর্বল দল জিরোনার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ঘরের মাঠের লিগ ম্যাচে মেসি ও সুয়ারেজকে বিশ্রামের ইঙ্গিত দিয়েছেন বার্সা কোচ আরনেস্টো ভালভারদে। আগামী আট দিনে বার্সা খেলবে তিনটি ম্যাচ। এরপরই আছে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচ।

চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে মেসি-সুয়ারেজরা। দ্বিতীয় লেগের আগে ব্যস্ত সূচির বার্সার। মেসি-সুয়ারেজকে সে কারণেই বিশ্রামে রাখতে চাইছেন লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সার কোচ।

জিরোনার ম্যাচের পর ১ মার্চ লাস পালমাসের মাঠে খেলতে নামবে কাতালানরা। এর তিন দিন পরেই আবার ঘরের মাঠে নামবে টেবিলের দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ।

বিজ্ঞাপন

ভালভারদে তার সেরা অস্ত্র মেসি-সুয়ারেজের বিশ্রাম নিয়ে প্রশ্ন উঠলে জানান, ‘মেসি-সুয়ারজেদের বিশ্রামের ব্যাপারে আমি এখনই কিছু প্রকাশ করতে চাই না। তবে, সম্ভাবনা আছে তাদের বিশ্রামে রাখার। ব্যস্ত সূচিতে তাদের বিশ্রাম দেওয়া প্রয়োজন।’

এদিকে, মেসি-সুয়ারেজকে বিশ্রামে রাখতে চাইলে দলের আক্রমণভাগ সামলাবেন কারা? এমনও প্রশ্নও করা হয়েছিল ভালভারদেকে। তিনি যোগ করেন, ‘আশা করছি ওসমান ডেম্বেলে প্রস্তুত থাকবে। আমি তাকে স্কোয়াডে রেখেছি।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক চেলসি এগিয়ে থেকেও জিততে পারেনি। পিছিয়ে থেকে শেষ মুহূর্তে মেসির গোলে লজ্জা থেকে রক্ষা পায় বার্সা। ইংলিশ ক্লাবটির মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের গোলে লিড নেয় স্বাগতিকরা। পরে বার্সাকে সমতায় ফেরান মেসি।

বিজ্ঞাপন

নিজেদের মাঠে নামার আগে অ্যাওয়ে গোলের সুবিধা পাবে বার্সা। ম্যাচ গোলশূন্য ড্র হলে কোয়ার্টার ফাইনালে উঠবে মেসিরা। ১-১ কিংবা ২-২ কিংবা তার বেশি সমান গোল হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। বার্সা ১-০তে জিতলে ২-১ গোলের অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে উঠবে বার্সা। চেলসি ১-০ গোলে জিতলে ২-১ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে যাবে তারা। আগামী ১৪ মার্চ বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে হবে ফিরতি পর্ব।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন