বিজ্ঞাপন

ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার ১৬ চবি শিক্ষার্থী

February 10, 2020 | 9:10 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ক্যাম্পাসে সমাজবিজ্ঞান অনুষদের পেছনে টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৬ শিক্ষার্থী দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা সবাই চবি’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের।

ছিনতাইয়ের শিকার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে একই ব্যাচের ১৬ জন সহপাঠী টেলিটক পাহাড়ে বেড়াতে যান। হঠাৎ মুখোশ পড়ে চার-পাঁচ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা করে। ছিনতাইকারীদের হাতে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে তারা ১৬টি মোবাইল ছিনিয়ে নিয়ে পাহাড়ের ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে ওই ব্যাচের আরও কয়েকজন সহপাঠী ঘটনাস্থলে যান।

শিক্ষার্থীরা সবাই মিলে পাহাড়ের ভেতরে ঢুকে ছিনতাইকারীদের দেখতে পান। তারা পিছু নেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে তাদের ফেলে যাওয়া দু’টি মোবাইল উদ্ধার করা হয়। পরে আক্রান্ত শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, ‘যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল, তাদের মোটামুটি শনাক্ত করেছি। এখন আটকের পালা। পুলিশ কাজ করছে। আপাতত আমরা ছিনতাইকারীদের পরিচয় দিতে চাই না।’

সারাবাংলা/সিসি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন