বিজ্ঞাপন

কৃষিখাতের উন্নয়নে বাংলাদেশ ও কানাডার মধ্যে চুক্তি সই

February 10, 2020 | 9:54 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নিরাপদ খাদ্য, টেকসই কৃষি উন্নয়নে সহায়তার জন্য গবেষণা, প্রশিক্ষণ ও বিকাশের অংশীদারিত্বের কাজ করতে সম্মত হয়েছে কানাডার সাসকাচাওয়ান (ইউএসএএসসি) বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (বিএআরসি)।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ক্রিস্টাল বলরুমে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও সফররত কানাডা’র সাসকাচোয়ান সরকারে কৃষিমন্ত্রী ডেভিড মারিট চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন।

চুক্তিসই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। ক্রমবর্ধমান জনসংখ্যা, সীমিত সম্পদ, জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরি প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে যাচ্ছে সবজি। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য উদ্বৃত্তর দেশে পরিণত হয়েছে। এছাড়াও ধান, গম ও ভুট্টা বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলছে দেশ। বন্যা, খরা, লবণাক্ততা ও দুর্যোগ সহিষ্ণু শস্যের জাত উদ্ভাবনেও শীর্ষে বাংলাদেশের নাম।’

নির্বাচনি ইশতেহারে উল্লেখিত নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্যের নিশ্চয়তার কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘কৃষি উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দর্শন সর্বপ্রথম উপলব্ধি করেই স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। বর্তমান সরকারও কৃষির উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। কৃষির জন্য বর্তমান সরকার নিবেদিত। তাই কৃষির উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে সারের দাম একাধিকবার কমানো হয়েছে। কৃষি যান্ত্রিকরণের লক্ষ্যে ক্রয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ ,হাওর ও উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ আর্থিক প্রণোদনা দিচ্ছে সরকার।’

বিজ্ঞাপন

কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন জাতসমূহ কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক মাঠপর্যায়ে সম্প্রসারণ, শস্য বহুমুখীকরণ, আধুনিক প্রযুক্তি হস্তান্তর, শস্য নিবিড়তা বৃদ্ধি এবং সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে কৃষি উৎপাদনের ধারা উর্ধ্বমুখী রয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় মন্ত্রী জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার কথা উল্লেখ করেন এবং ভিশন ২০২১,২০৩০ ও ডেল্টা প্লান ২১০০ ও উল্লেখ করেন। এছাড়া ক্ষুধা,দারিদ্র এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কথাও বলেন।

অনুষ্ঠানে সাসকাচোয়ানের কৃষিমন্ত্রী ডেভিড মেরিট বলেন, ‘রাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যক্তির ভূমিকা প্রধান, যার প্রকৃত উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বর্তমানে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কৃষিতে অনেক ভালো করেছে। আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই। আমাদের গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই সম্পর্কটি একটি মাইলফলক। আমরা ভবিষ্যতে আমাদের সম্পর্ককে আরও জোরদার করে কৃষি উন্নয়নে একসঙ্গে কাজ করব, যা কোটি কোটি মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতে সহায়ক হবে।’

কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে চুক্তিসই আনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাসকাচোয়ানের উপমন্ত্রী রিক বারটন, বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোইট প্রেফোঁটেন, কানাডা’র জিআইএফএস চিফ অপারেটিং অফিসার স্টিভ ভিসার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন