বিজ্ঞাপন

পগবার ফর্মে ভাটা, মরিনহোর বড় বোঝা

February 24, 2018 | 3:31 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বেশ ক’দিন ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবা এবং কোচ হোসে মরিনহোর উত্তপ্ত বাক্যবিনিময়ের খবর প্রকাশ পাচ্ছে। এরই মধ্যে মরিনহো ফরাসি মিডফিল্ডার পগবাকে জানিয়ে দিয়েছেন তার বিরক্তির কথা। পগবার পারফরম্যান্স নিয়ে সরাসরিই সমালোচনা করেছেন মরিনহো। ফলে, ম্যানচেস্টার ইউনাইটেডে তার টিকে থাকাই এখন বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে।

কদিন আগে সেভিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে পগবাকে জায়গা দেননি মরিনহো। সর্বশেষ পাঁচ ম্যাচে একবারও ৯০ মিনিট খেলানো হয়নি তাকে। যা নিয়ে পগবা ছিলেন ক্ষুব্ধ। মরিনহোর ক্যারিংটন অফিসে পগবা গিয়েছিলেন। সেখানে কি আলোচনা হয়েছে সেটাও ভাইরাল হয়ে গেছে। ইংলিশ দৈনিক গুলোর খবরে প্রকাশ পায়, নিজের রুমে ক্ষুব্ধ মরিনহো পগবাকে ধমক দিয়ে বলেছেন, ‘আমার দরজার বাইরে কি লেখা রয়েছে দেখো, এটা বলছে আমি কোচ। আমিই এই ক্লাবের বস।’

এদিকে, ট্রান্সফার মৌসুম শুরুর আগে দ্য স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো জানিয়েছেন, নতুন করে দলে অন্য কোনো মিডফিল্ডার আনতে চাইছেন, ‘নতুন মৌসুম শুরুর আগেই আমাদের অবশ্যই একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে হবে। আমরা স্ট্রাইকার, উইঙ্গার, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গারকে দলভুক্ত করতে যাচ্ছি না। এমন একজন মিডফিল্ডার খুঁজছি, যে আমাদের মাঝ মাঠে আস্থার প্রতীক হয়ে দাঁড়াবে।’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘আপনারা যে কোন বিষয়ে আমাকে অভিযুক্ত করতে পারেন। কিন্তু বলতে পারেন না আমি আপানাদের মিথ্যা বলছি। যখন আমি কিছু বলতে চাইব না সেটি বলব না। কিন্তু আমি আপানদের মিথ্যা বলতে যাব না। এটাই সত্য যে, আমরা একজন খেলোয়াড় খুঁজছি, যার ওপর মাঝমাঠে আস্থা রাখা যাবে।’

তার মানে স্পষ্ট যে পাগবাকে নিয়ে সন্তুষ্ট নন মরিনহো। পগবা কি তাহলে তার জন্য বড্ড বোঝা হয়ে গেল!

ইংলিশ সংবাদমাধ্যমে আরও জানানো হয়, মরিনহোর আচরণে ক্ষুব্ধ পগবা সঙ্গে সঙ্গেই তার এজেন্ট মিনো রাইওলার সঙ্গে যোগাযোগ করেছেন। অন্য ক্লাবের খোঁজখবর নেয়ার কথাও নাকি বলেছেন ফরাসি মিডফিল্ডার। ২০১৬ সালের আগস্টে রেকর্ড ট্রান্সফার ৮৯.৩ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাস থেকে ইউনাইটেডে যোগ দেয়া ফ্রান্সের এই মিডফিল্ডারের ভবিষ্যৎ হুমকিতে পড়েছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। কোনো ক্লাব তাকে নিলেও এখন নিশ্চয়ই কম বেতনে নিতে চাইবে।

বিজ্ঞাপন

ওল্ড ট্রাফোর্ডে রোববার চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এই ম্যাচেও পগবাকে শুরুর একাদশে রাখা হবে কি না, সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে পগবার ফর্মে ভাটা পড়েছে এটা সত্যি। বেশিরভাগ ম্যাচেই তাকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে হচ্ছে। ফিনিশিংয়ে গেলেও গোল করতে পারছেন না। গত মৌসুমে ৫১ ম্যাচ খেলে গোল করেছিলেন ৯টি। আর এবার ২৪ ম্যাচ খেলার সুযোগ পেয়ে গোল করেছেন ৩টি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই মৌসুমে ৭৫ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মাত্র ১২ বার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন