বিজ্ঞাপন

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার

February 20, 2020 | 7:07 pm

স্পেশার করেসপন্ডেন্ট

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জেরেমি ব্রুআর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গভবনে নতুন হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন। অভিজ্ঞ এই কূটনীতিককে অস্ট্রেলিয়া সরকার গত বছরের শেষ দিকে বাংলাদেশের হাই কমিশনার পদে নিয়োগ দেয়।

বিজ্ঞাপন

ঢাকার অস্ট্রেলিয়া মিশন থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর নতুন হাইকমিশনার জেরেমি ব্রুআর বলেন, ‘অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ পুরানো বন্ধু। কমনওয়েলথসহ ঐতিহ্যগত দিক থেকে দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান উষ্ণ, বহুমুখী এবং পারস্পরিক সম্পর্কের জন্য আমরা গর্বিত।’

হাইকমিশনার আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী দিনগুলোতে দুইদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

এর আগে, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং নারী বিষয়ক মন্ত্রী মরিস পেইস কূটনীতিক জেরেমি ব্রুআ ‘কে বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

ওই সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং নারী বিষয়ক মন্ত্রী মরিস পেইস বলেন, ‘জেরেমি ব্রুআ ‘কে বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ দিতে পেরে আমি আনন্দিত। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ একটি উষ্ণ এবং গঠনমূলক সম্পর্ক উপভোগ করছে, যা আমাদের ভাগাভাগি করে নেওয়া কমনওয়েলথ মূল্যবোধ এবং ক্রীড়া সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেওয়া (২৪তম দেশ, ৮ ফেব্রুয়ারি ১৯৭২ সালে স্বীকৃতি দেয়) প্রথম দেশগুলোর মধ্যে একটি হচ্ছে অস্ট্রেলিয়া। সেই সময় থেকে আমরা একটি দৃঢ় এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করেছি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য এখন বার্ষিক ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।’

মরিস পেইস বলেন, ‘অস্ট্রেলিয়া ভারত মহাসাগর আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা দেওয়া এবং শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগের যোগসূত্রকে আরও জোরদার করার জন্য কাজ করছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ পাওয়া জেরেমি ব্রুআর অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এবং ট্রেডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বর্তমানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া মেরিটাইম শাখার সহকারী সচিব। এর আগে, তিনি সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভানুয়াতুতে হাইকমিশনার, রিয়াদে উপরাষ্ট্রদূতসহ একাধিক রাষ্ট্রে অস্ট্রেলিয়ার পক্ষে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/জেআইএল/একে

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন