বিজ্ঞাপন

লা লিগায় রেকর্ডময় মেসি

February 25, 2018 | 5:16 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

স্প্যানিশ লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন আইকন লিওনেল মেসি। গোল করার পাশাপাশি গোল করানোতেও রেকর্ড গড়েছেন তিনি। শুধু তাই নয়, লা লিগায় খেলা সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল করার রেকর্ডও স্পর্শ করেছেন ফুটবলের এই জাদুকর।

লা লিগায় জিরোনার বিপক্ষে সবশেষ ম্যাচে জোড়া গোল করেছেন মেসি, সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন। ম্যাচের ৩০ মিনিটে নিজের প্রথম গোলটি দিয়ে মেসি কাটান জিরোনা ‘জুজু’। পেশাদার ফুটবলে যে ১১টি ক্লাবের বিপক্ষে বার্সা ফরোয়ার্ড গোল পাননি, জিরোনা ছিল তাদের একটি। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে জিরোনার বিপক্ষে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় আরেকটি গোল করেন মেসি। লা লিগায় ঘরের মাঠে ১৩০ ম্যাচে গোল করেন তিনি। চলতি লা লিগায় ২২টি গোল নিয়ে তালিকায় শীর্ষে তিনি।

হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেজ আর একটি গোল করেন ফিলিপে কুতিনহো। ২০১৬ সালের আগস্টের পর বার্সার জার্সিতে আবারও হ্যাটট্রিক করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। ম্যাচটিতে দুটি গোল করিয়েছেনও। হ্যাটট্রিক দিয়ে বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছয়ে উঠে এলেন সুয়ারেজ (১৪৪ গোল)। ৬-১ এর বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বার্সা।

বিজ্ঞাপন

ম্যাচটিতে সুয়ারেজেকে দিয়ে গোল করান মেসি। ম্যাচ শেষে লা লিগায় আর্জেন্টাইন এই আইকনের মোট ‘অ্যাসিস্ট’ হয় ১৪৮টি। ১৪৭টি গোল করিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার মিচেলের পাশে নাম লিখিয়েছিলেন মেসি।

মেসি লা লিগায় প্রথম গোল করেছিলেন ২০০৪ সালে। সবশেষ ম্যাচে দুই গোল করার মধ্যদিয়ে অ্যাতলেতিক বিলবাওয়ের স্ট্রাইকার আরিতিজ আদুরিসকে ছাড়িয়ে লা লিগায় সবচেয়ে বেশি ৩৬টি ভিন্ন দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েন মেসি। আসরটির ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ৩৬টি আলাদা দলের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন তারকা।

স্পেনের শীর্ষ লিগে এখন পর্যন্ত তিনটি ক্লাবের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। দ্বিতীয় সারির লিগে খেলা কাদিস, তৃতীয় সারির লিগে খেলা রিয়াল মুর্সিয়া আর চতুর্থ সারির লিগে খেলা হেরেসের বিপক্ষে গোল পাননি মেসি। লা লিগায় ১৪টি দলের বিপক্ষে মেসি গোল পেয়েছেন প্রথম মুখোমুখিতেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন