বিজ্ঞাপন

জিরোনা আর মেসির প্রশংসায় বার্সা কোচ

February 25, 2018 | 7:08 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

এবারই প্রথম লা লিগায় খেলতে এসেছে জিরোনা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে জিরোনার অভিষেক হয়েছে প্রথমবার। খুব একটা স্বস্তি নিয়ে ফিরতে পারেনি আতিথ্য নেওয়া দলটি। হেরেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।

বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ আর ব্রাজিলের অন্যতম তারকা ফিলিপ কুতিনহো জিরোনাকে দুঃস্বপ্ন উপহার দিয়েছে। সুয়ারেজ হ্যাটট্রিক করেছেন, মেসি জোড়া গোল করেছেন আর কুতিনহো বাকি গোলটি করেছেন।

বার্সা কোচ আরনেস্টো ভালভারদেকে পাশেই পাচ্ছে জিরোনা, ‘প্রথমবার খেলতে এসে জিরোনা আমাদের চমক উপহার দিয়েছে। আমরা ওদের খুঁটিনাটি সব কিছুই বিশ্লেষণ করেছি। তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করেছে। ওরা আমাদের মাঠে বেশ পরিশ্রম করায় আমরা চমকিত। আমাদের চাপের মধ্যেই রেখেছিল জিরোনা। আসলে প্রতিটি দলের এমন হওয়া দরকার। প্রতিটা দলেরই প্রতিপক্ষকে আঘাত করার মতো অস্ত্র আছে।’

বিজ্ঞাপন

এদিকে, লা লিগার সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্ট করা আর সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়া মেসির প্রশংসাও করেছেন বার্সা কোচ। তিনি জানান, ‘মেসি সব কিছু সহজভাবে উপস্থাপন করে দেয়। বাস্তবে কিন্তু সেগুলো সহজ নয়। মেসির পারফরম্যান্সের কোনো বিশ্লেষণই হয় না।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন