বিজ্ঞাপন

মিশরের সাবেক একনায়ক হোসনি মুবারাক মারা গেছেন

February 25, 2020 | 5:19 pm

আন্তর্জাতিক ডেস্ক

৩০ বছর ধরে মিশরের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট হোসনি মুবারাক ৯১ বছর বয়সে মারা গেছেন। অসুস্থ অবস্থায় কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়েছে। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে স্কাই নিউজ।

বিজ্ঞাপন

এর আগে, জানুয়ারিতে তার বড় ছেলে আলা এক টুইটার বার্তায় জানিয়েছিলেন, হোসনি মুবারাককে কয়েকটি বড় ধরনের সার্জারির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

১৯৮১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মিশরের রাষ্ট্রক্ষমতায় ছিলেন হোসনি মুবারাক। ২০১১ সালে সরকারবিরোধী এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। তাকে আটক করে ২০১৭ সাল পর্যন্ত জেলে বন্দি করে রাখা হয়। ২০১৭ সালের পর তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রসঙ্গত, হোসনি মুবারাকের শাসনামলে মিশরে দুর্নীতি, পুলিশি আক্রমণ, রাজনৈতিক দমন পীড়ন এবং অর্থনৈতিক সঙ্কট অত্যন্ত প্রকট ছিল। এছাড়াও, ২০১২ সালে ২৩৯ জন সরকারবিরোধী আন্দোলনকারিকে হত্যার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন