বিজ্ঞাপন

শুল্ক গোয়েন্দার নতুন মহাপরিচালক সহিদুল ইসলাম

February 25, 2018 | 10:14 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে। এরমধ্যে ছয় কমিশনারের দফতর বদল ও একজনকে পদোন্নতি দেয়া হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ড. মো. সহিদুল ইসলাম। এর আগে তিনি কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার পদে কর্মরত ছিলেন।

রোববার (২৫ ফেরব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের শীর্ষ এই পদে এর দায়িত্ব পালন করে আসছিলেন ড. মইনুল খান। প্রতিষ্ঠানটির ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময় এই পদে দায়িত্ব পালন করেছেন। তার আমলে প্রতিষ্ঠানে এসেছে আমূল পরিবর্তনও। বনানীতে রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনা পরবর্তী সময়ে আপন জুয়েলার্সের বিপুল পরিমাণের অবৈধ স্বর্ণলংকার জব্দ করার কারণেও ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি। তার আমলেই শুল্ক গোয়েন্দারা পেয়েছে নিজস্ব পোশাক। ব্যক্তি জীবনে ড. মইনুল একাধিক গ্রন্থ রচনা ছাড়াও কয়েকটি নাটক নির্মাণেও জড়িত।

সারাবাংলা/ ইএইচটি/ এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন