বিজ্ঞাপন

সায়েন্সল্যাবে ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত

February 27, 2020 | 6:48 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ ছাত্র আহত হয়েছে। আহতদের দাবি, সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের ছুরিকাঘাত করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলো- তামিম আহমেদ সোয়াদ (১৭), নেহাল আহমেদ (১৭), রাহাত মাহফুজ (১৭), সাফওয়ান সাফি (১৭) ও তানভির আহমেদ (১৭)। তারা সবাই ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহতদের সহপাঠী আব্দুর রহমান জানান, কলেজ ছুটির পর কয়েকজন ছাত্র বাসায় ফিরছিলেন। তারা সায়েন্সল্যাবে গেলে সিটি কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিটি কলেজের এক ছাত্র ছুরি বের করে পাঁচ ছাত্রকে আঘাত করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহত ৫ জনকে তাদের সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে নেহালের অবস্থায় গুরুতর হলে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পায়ে ছুরিকাঘাত রয়েছে। এছাড়া সোয়াদ ও রাহাতের পেটে ছুরিকাঘাত রয়েছে। আরও দু’জনের শরীরে ছুরিকাঘাত আছে, তবে তা গুরুতর নয়।

বিজ্ঞাপন

ছাত্রদের আহত হওয়ার সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ছুটে যান ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ। তিনি বলেন, ‘আমি বাইরে ছিলাম, সংবাদ পেয়ে আমার ছাত্রদের দেখতে এসেছি। তবে যতটুকু জানতে পেরেছি কলেজ ছুটির পর বাসায় ফেরার পথে সিটি কলেজের সামনে তারা হামলার শিকার হয়। এতে আমার ৫ ছাত্র আহত হয়েছে।’ আহতদের মধ্যে নেহালের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএসআর/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন