বিজ্ঞাপন

নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রলির সংঘর্ষ

March 2, 2020 | 2:10 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নাটোর: রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সংঘর্ষ হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে এই দুর্ঘটনা হয়। এতে ট্রলির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নাটোর রেল স্টেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, সোমবার সকাল ১০টা ১৫মিনিটে নাটোর সদর উপজেলার কৈগাড়ি কেষ্টপুরের অরক্ষিত রেলগেট এলাকায় পার্বত্যপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সংঘর্ষ হয়।এতে ট্রলির চালক হৃদয় হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় জানিয়ে তিনি বলেন, ‘পরে নাটোর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। পরে বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত রেল গেটের কারণে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে। এজন্য সরকারিভাবে গেটম্যান দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন