বিজ্ঞাপন

‘কয়লা চুরিতে পেট্রোবাংলা-জ্বালানি বিভাগের কর্মকর্তারাও জড়িত’

March 3, 2020 | 1:45 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বড়পুকুরিয়ার কয়লা চুরির সঙ্গে পেট্রোবাংলা-জ্বালানি বিভাগের কর্মকর্তারাও জড়িত বলে মনে করছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিদ্যুৎ ও জ্বালানি অভিযোগ অনুসন্ধান ও গবেষণা কাউন্সিলের বড়পুকুরিয়া খনির কয়লা চুরির অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ক্যাব এই সংবাদ সম্মেলন করে।

ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, ‘কয়লা চুরিতে শুধুমাত্র সেখানকার কর্মকর্তা-কর্মচারী নয়, পরিচালনা বোর্ড, পেট্রোবাংলা, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ব্যর্থ হয়েছে। দুদকের অভিযোগপত্রে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমসিএল) ৭ জন এমডিসহ ২৩ জন অভিযুক্ত। ক্যাবের কমিশন মনে করে ২৩ জনের সঙ্গে পেট্রোবাংলা, জ্বালানি বিভাগের কর্মকর্তারা অভিযোগভুক্ত হবেন। তারা দায় এড়াতে পারেন না।’

এসময় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা কমিটির পক্ষ থেকে ব্যাপক অনুসন্ধান করার চেষ্টা করেছি। সরকারও কমিটি গঠন করেছে। আমরা যাবতীয় সব পক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছি। জাতীয় সম্পদ চুরি এবং সেই চুরির বিচার না করাও বড় অন্যায়। আর বড়পুকুরিয়ায় কয়লা চুরির ঘটনা পুকুর চুরি ছাড়া আর কিছুই বলা যায় না। লুণ্ঠনকারীদের আমরা দায়মুক্তি দিতেও পারি না।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম, অধ্যাপক এম এম আকাশ, স্থপতি মোবাশ্বের হোসেন ও অধ্যাপক সুশান্ত কুমার দাশ।

সারাবাংলা/এসজে/এমও

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন