বিজ্ঞাপন

মুজিববর্ষে সড়কের পাশের ভবনগুলো রঙ করার নির্দেশ ডিএসসিসির

March 3, 2020 | 11:49 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন ও উদযাপনের সৌন্দর্য বাড়াতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ জন্য তারা সড়কের পাশের পুরনো ভবনগুলো নতুন করে রঙ করতে বাড়ি মালিকদের চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) ডিএসসিসির রাজস্ব বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়। এছাড়া গত কয়েকদিন ধরে বাড়ির মালিকদেরও চিঠির মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা সারাবাংলাকে বলেন, ‘আগামীকাল (বুধবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময়বায়মন্ত্রীর সঙ্গে আমাদের অনুষ্ঠান আছে। সেখানে এ বিয়ষে তার কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’

বিজ্ঞাপন

বাড়ি মালিকদের উদ্দেশে ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বসবাসকারী নগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-‘মুজিববর্ষ’ উদযাপন করা হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিদেশি গণ্যমান্য বরেণ্য ব্যক্তিবর্গ বাংলাদেশে আগমন ও ঢাকায় অবস্থান করবেন।

‘মুজিববর্ষ উপলক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ তথা ঢাকা মহানগরীর ইতিহাস ও ঐতিহ্য দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি বাস্তবায়ন করছে। শহরকে দৃষ্টিনন্দন করতে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ দৃষ্টিনন্দন করে সজ্জিত ও আলোকসজ্জা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সড়কসমূহের পাশে অবস্থিত বাড়ি, স্থাপনা, গেট ও বাউন্ডারিওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রঙ করা প্রয়োজন। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে,’— বলা হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, ‘স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তার জন্মশতবার্ষিকী উদযাপন কার্যক্রমে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের সকলেরই নাগরিক দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কার্যক্রমে আপনার সক্রিয় সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করে।’

বিজ্ঞাপন

আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে ‘ইমারতের চুনকাম করিতে এবং নোটিশে উল্লেখিতরূপে ইহার অপরিহার্য মেরামতের ব্যবস্থা করতে তার মালিক বা দখলদারকে করপোরেশন নির্দেশ দিতে পারবে’ মর্মে বিধান রয়েছে। বর্ণিত অবস্থায়, দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে সামাজিক দায়বোধ ও দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য হিসেবে আগামী ১৪ মার্চের মধ্যে আপনার বাড়ি স্থাপনার গেট ও বাউন্ডারি ওয়াল সংস্কার ও রং করার কাজ সম্পন্ন করে জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান যথাযথভাবে উদযাপনে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার সারাবাংলা বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বরেণ্য ব্যক্তিবর্গ বাংলাদেশে আসবেন। কিন্তু তারা এসে যদি বাড়ি বা বাউন্ডারি দেয়ালগুলো রঙছটা, বিবর্ণ দেখেন তাহলে তো এটা আমাদের জন্য দুঃখজনক। আমাদের অনুষ্ঠানটা ম্লান হতে পারে। সে জন্য আমরা প্রধান সড়কগুলোর পাশে যেসব বাড়ি বা ভবন রয়েছে তাদের মালিকদের আমরা চিঠি দিয়ে অনুরোধ করেছি যেন তারা ভবনগুলো ঠিক মতো রঙ বা সংস্কার করেন। এটা আমাদের স্থানীয় সরকার আইনের বিধানেও বলা আছে।’

সারাবাংলা/এসএইচ/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রিজার্ভের লক্ষ্যমাত্রা কমালো আইএমএফ, ঋণের অর্থ পেতে বাধা রইল নাদ্বিপাক্ষিক বাণিজ্য ২ বিলিয়ন ডলারে নিতে চায় তুরস্কবগুড়ার ৩ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা‘উপজেলা নির্বাচনেও সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ’‘নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, ভোটার উপস্থিতি সন্তোষজনক’কুষ্টিয়া সদরে আতা, খোকসায় শান্ত চেয়ারম্যান নির্বাচিততাপপ্রবাহে রাজশাহী অঞ্চলে ফসল উৎপাদন ব্যাহতের শঙ্কাহেফাজতে মৃত্যু: ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলাহরিরামপুরে সাইদুর, সিংগাইরে সায়েদুল চেয়ারম্যান নির্বাচিত‘প্রহসনের নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ’ সব খবর...
বিজ্ঞাপন