বিজ্ঞাপন

আবাহনীর কাছে ওর্ডের শিষ্যদের হার

February 26, 2018 | 6:29 pm

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: সাফকে সামনে রেখে বিকেএসপিতে কঠোর অনুশীলনে বাংলাদেশের জাতীয় দল। অন্যদিকে এএফসি কাপ খেলার সামনে বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। কাতারে যাওয়ার আগে জাতীয় দল মুখোমুখি হলো আবাহনীর বিপক্ষে।

বিজ্ঞাপন

দুই দলেরই প্রস্তুতির তকমা পাওয়া ম্যাচটি জিতে নিয়েছে আকাশী-হলুদ শিবিররা। বিকেএসপির মাঠে বিকালে ম্যাচটি আবাহনী জিতেছে ৪-০ গোলের ব্যবধানে। সানডে দুটি গোল করেন। নাবীব নেওয়াজ জীবন ও এমেকা করেছেন একটি করে গোল।

এ জয়ে অবশ্য এএফসি কাপের জন্য নিজেদের চাঙা করে নিল ধানমন্ডির জায়ান্টরা। আগামী মাসের ৭ তারিখ মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন নিউ রেডিয়ান্টের বিপক্ষে ম্যাচ আছে সাইফুল বারী টিটুর শিষ্যদের।

টিটু জানান, ‘এএফসি কাপের আগে ম্যাচটা আমাদের জন্য ভালোই হলো। চার বিদেশি নিয়ে খেলতে পেরেছি। কোজিমো ছাড়া বাকীরা পরশু এসেছেন মাত্র। তাদের জন্যও ভালো হলো।’

বিজ্ঞাপন

অন্যদিকে, লাল-সবুজ জার্সিধারীদের জন্য একটু প্রস্তুতি হয়েছে। ভুল-ভ্রান্তি বুঝে এগিয়ে যেতে পারবে। তবে দুটি পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারলে গোল ব্যবধান কমতে পারতো।

দুদিন পর কাতারের উদ্দেশে চলে যাবে ওর্ডের শিষ্যরা। আগামিকাল একটি সংবাদ সম্মেলনও ডাকা হয়েছে বাফুফে থেকে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন