বিজ্ঞাপন

অবসরের ঘোষণা দিলেন মরনে মরকেল

February 26, 2018 | 6:39 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের পর জাতীয় দলকে বিদায় জানাবেন ৩৩ বছর বয়সী এই তারকা।

প্রোটিয়া জার্সিতে তিনি ৮৩ টেস্টের পাশাপাশি খেলেছেন ১১৭টি ওয়ানডে। আর টি-টোয়েন্টিতে নেমেছেন ৪৪ ম্যাচে।

অবসরের সিদ্ধান্ত নেওয়া মরকেল জানান, ‘এটা খুব কঠিন একটা সিদ্ধান্ত। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার জন্য এটাই সঠিক সময়। নতুন অধ্যায় শুরু করতে চাই। আমার নতুন একটি পরিবার আছে, বিদেশি স্ত্রী আছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি আমাদের অনেক দূরে রাখছে। পরিবারকে আরও বেশি সময় দিতে আমার এই অবসরের সিদ্ধান্ত।’

বিজ্ঞাপন

প্রোটিয়া জার্সিতে মরকেলের ওয়ানডে অভিষেক হয় ২০০৭ সালে, সেটিও আবার বেঙ্গালুরুতে এশিয়া একাদশের বিপক্ষে। তার আগের বছর সাদা পোশাকে অভিষেক হয় বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

মরকেল যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার জার্সিতে প্রতিটি আমি উপভোগ করেছি। জাতীয় দলের সব সতীর্থকে, বোর্ডকে আর আমার বন্ধু-পরিবারকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। আমি মনে করি ক্রিকেটকে আরও অনেক কিছুই দেওয়ার আছে। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে খেলবো। তবে, আপাতত আমার সব মনোযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে।’

জাতীয় দলের জার্সিতে টেস্টে ২৯৪, ওয়ানডেতে ১৮৮ আর টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়েছেন মরকেল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন