বিজ্ঞাপন

জি কে শামীম কীভাবে জামিন পেল খতিয়ে দেখব: আইনমন্ত্রী

March 8, 2020 | 2:26 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কোন প্রক্রিয়ায় বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন দেওয়া হয়েছিল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বিশ্ব ব্যাংকের ব্যবসা সহজীকরণ রিপোর্টের সম্পত্তি নিবন্ধন সূচক’ এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জি কে শামীমের জামিনের বিষয়টা গতকাল (শনিবার) জানার সাথে সাথে আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছি। ব্যাপারটি হলো, জি কে শামিমের জামিন হওয়া মামলাটি ছিল একটি অস্ত্র মামলা। এই মামলার বিষয়ে আপিল করা হয়েছিল। আপিল অ্যাডমিট করার সময় জামিনে দেওয়া হয়েছে। কিন্তু এই মামলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন এফ আর খান, তিনি নাকি অ্যাটর্নি জেনারেলকে কিছুই জানানি।’

তিনি বলেন, ‘আমি আরও জেনেছি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিজেও নাকি জামিন হওয়ার বিষয়টি জানতেন না।’

বিজ্ঞাপন

আনিসুল হক বলেন, ‘আমি তাৎক্ষনিকভাবে অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছি কেন এই মামলায় রাষ্ট্রপক্ষ জানত না এবং যারা এই মামলার রাষ্ট্রপক্ষের দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের কোনো গাফলতি আছে কিনা তা তদন্ত করে দেখার জন্য বলেছি।’

মন্ত্রী জানান, শনিবারই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। তবে তার আগেই জি কে শামীমের জামিন বাতিল করেছেন আদালত।

বিষয়টি দুঃখজনক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘অস্ত্র আইনে স্পষ্ট বলা আছে, জামিনের বিষয়ে দুই পক্ষকে শুনতে হবে। কিন্তু এখানে যদি তার ব্যত্যয় হয়ে থাকে তাহলে এটা অত্যান্ত দুঃখজনক। আর যদি ব্যত্যয় হয়ে না থাকে সেক্ষেত্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কী বলেছিলেন সে বিষয়ে তদন্ত করা হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: জি কে শামীমের জামিন বাতিল

জি কে শামীমের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের উদ্যোগ

একমাস আগে জি কে শামীমের জামিন, জানেই না রাষ্ট্রপক্ষ!

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন