বিজ্ঞাপন

করোনার সংক্রমণ এড়াতে ফেনী ও ত্রিপুরার সীমান্ত হাট বন্ধ ঘোষণা

March 10, 2020 | 4:44 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ফেনীর ছাগলনাইয়া ও ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রী নগর সীমান্তহাট সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের হাট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, ‘দেশ দুটির দুই জেলার কর্মকর্তাদের মধ্যে বৈঠকে সীমান্তহাট সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে গণজমায়েত এড়াতে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।’

সীমান্ত হাটের ব্যবসায়ী সমিতির নেতা আতাউর সানি বলেন, ‘জেলা প্রশাসনের হাট বন্ধের সিদ্ধান্ত ভালো হয়েছে। ব্যবসায়ীরা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে সবার জন্য ভালো। আগে জীবন পরে অর্থ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন