বিজ্ঞাপন

গেইল-যুবরাজ-মিলার নন, প্রীতির নেতা অশ্বিন

February 27, 2018 | 1:35 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ভারতীয় অভিনেত্রী প্রীতি জিন্তার আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক করা হয়েছে বহুদিন জাতীয় দলের বাইরে থাকা স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে। কদিন আগেও অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন পাঞ্জাবের সাবেক দলপতি যুবরাজ সিং। এছাড়া, ক্রিস গেইল, ডেভিড মিলার কিংবা অ্যারন ফিঞ্চকেও দলপতির দৌড়ে এগিয়ে রাখছিলেন কেউ কেউ।

দলে যুবরাজ সিং ও ক্রিস গেইলের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন অশ্বিনে আস্থা, তা পরিষ্কার করলেন প্রীতির দলের মেন্টর ভারতীয় সাবেক ওপেনার বিরেন্দর শেওয়াগ। তিনি জানান, ‘আমার মতে একজন বোলারেরই ক্যাপ্টেন হওয়া উচিত। ওয়াসিম আকরাম, কপিল দেব, ওয়াকার ইউনিসের আমি দারুণ ভক্ত। এই কিংবদন্তি বোলাররা দেশকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। আশা করি অশ্বিনও সফল হবে। ওর নেতৃত্বে আমার কোয়ালিফায়িং থেকে ফাইনালে পৌঁছাবো বলে আশা রখিছি।’

এবারের নিলামে ৭ কোটি ৬০ লাখ ভারতীয় রূপিতে অশ্বিনকে দলে টানে পাঞ্জাব। ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত অশ্বিন খেলেছেন চেন্নাই সুপার কিংসে। ২০১৬ তে খেলেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টসে। আর গতবার ইনজুরির কারণে খেলা হয়নি। এবার অধিনায়ক হিসেবেই মাঠে দেখা যাবে এই স্পিনারকে।

বিজ্ঞাপন

অধিনায়কের দায়িত্ব পেয়ে ৩১ বছর বয়সী অশ্বিন জানান, ‘আশা করি সতীর্থদের সেরাটা বের করে আনতে পারবো। দলকে নেতৃত্ব দেওয়াটা আমার কাছে বাড়তি চাপ হবে না। মাত্র ২১ বছর বয়সে প্রথমশ্রেণির ক্রিকেটে তামিলনাড়ুকে আমি নেতৃত্ব দিয়েছি। অতীতে আমি অনেকবারই এই দায়িত্ব সামলেছি। নিশ্চিত এবারও চ্যালেঞ্জটা উপভোগ করবো।’

আইপিএলের তারকা যুবরাজের সহযোগিতা কামনা করে অশ্বিন যোগ করেন, ‘আশা করি যুবি আগের মতো ফ্যানদের আনন্দ দেবে। অতীতে সে কিংস ইলেভেনকে নেতৃত্বে দিয়েছে। সুতরাং নেতা হিসেবে আমি প্রথমে তার সাহায্য প্রার্থী।’

কিংস ইলেভেন পাঞ্জাব: ক্রিস গেইল (২ কোটি), অক্ষর প্যাটেল (১২.৫ কোটি, রিটেইন), রবিচন্দ্রন অশ্বিন (৭.৬ কোটি), যুবরাজ সিং (২ কোটি), ডেভিড মিলার (৩ কোটি), অ্যারন ফিঞ্চ (৬.২ কোটি), করুণ নায়ার (৫.৬ কোটি), লোকেশ রাহুল (১১ কোটি), মার্কাস স্টোইনিস (৬.২ কোটি), মায়াঙ্ক আগরওয়াল (১ কোটি), অ্যান্ড্রু টাই (৭.২ কোটি), মুজীব জাদরান (৪ কোটি), অঙ্কিত রাজপুত (৩ কোটি), মোহিত শর্মা (২.৪ কোটি), বারিন্দ্রার শ্রান (২.২ কোটি), বেন ডারসুইস (১.৪ কোটি), মনোজ তিওয়ারি (১ কোটি), আকশদীপ নাথ (১ কোটি), পারদীপ সাহু (২০ লাখ), মনজুর আহমেদ দর (২০ লাখ), মায়াঙ্ক দাগার (২০ লাখ)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন