বিজ্ঞাপন

আফগানদের অধিনায়ক রশিদ খান

February 27, 2018 | 1:46 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের শুরুর ম্যাচগুলো খেলতে পারবেন না দলটির নিয়মিত অধিনায়ক আসগর স্তানিকজাই। জিম্বাবুয়েতে শুরু হতে যাওয়া এই আসরে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না স্তানিকজাই। অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য মাঠে নামা হবে না তার।

আগামী ৪ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আফগানিস্তানের বিশ্বকাপের বাছাইপর্বের মিশন শুরু হবে। বাছাইপর্ব থেকে দুটি দল ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

স্তানিকজাইয়ের অবর্তমানে আফগানদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক রশিদ খান। বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দলপতির দায়িত্ব পালন করবেন রশিদ খান।

বিজ্ঞাপন

সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টি-টোয়েন্টিতে বোলার ক্যাটাগরিতে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন লেগ স্পিনার রশিদ খান।

বাছাইপর্বে গ্রুপ ‘বি’তে জিম্বাবুয়ে, নেপাল, হংকং ও স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ৪, ৬, ৮ ও ১০ মার্চ নিজেদের ম্যাচগুলো খেলবে রশিদ খান-মোহাম্মদ নবীরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন