বিজ্ঞাপন

‘সমস্যা চিহ্নিত হয়েছে, নির্বাচিত হলেই সমাধান’

March 13, 2020 | 5:50 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা-১০ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, ‘আমার নির্বাচনি এলাকার সমস্যাগুলো চিহ্নিত হয়েছে। নির্বাচিত হলেই সমস্যা সমাধানে উদ্যোগী হবো। আগামী ২১ মার্চ জনগণ আমাকে যদি ভোট দেয়, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর জিগাতলার (গাবতলা) মসজিদের সামনে গণসংযোগপূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে রবি বলেন, ‘এলাকায় মাদক ছড়িয়ে পড়েছে, রাস্তাঘাট সরু। ফুটপাত নাই। আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলব। কোনো কোনো ক্ষেত্রে আমি তাদের বাধ্য করব।’

‘আমি আবারও বলছি, সরকার দানবীয় চরিত্র থেকে বের হয়ে সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে’— বলেন রবি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রতিনিয়ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছন। প্রচারণায় তিনি ব্যানার-ফেস্টুন ব্যবহার করছেন, মাইক ব্যবহার করছেন। বিধি অনুযায়ী যেখানে প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনি অফিস ব্যবহার করার কথা, সেখানে তিনি একাধিক অফিস ব্যবহার করছেন। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।’

সংক্ষিপ্ত পথসভা শেষে গাবতলা মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন রবি। সেখান থেকে মনেশ্বর রোড, ট্যানারি মোড়, সোনাতনগড় এলাকায় গণসংযোগ শেষে সোনাতনগড় শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখানে উপস্থিত মুসল্লিদের কাছে নির্বাচনে বিজয়ী হতে দোয়া চান। এরপর তিন মাজার মনেশ্বর রোড হয়ে ঝিগাতল সরকারি ছয়তলা কোয়ার্টার এলাকা ও এর আশাপাশ এলাকায় গণসংযোগ করেন।

প্রাচারণা শেষে দেওয়া বক্তেব্যে শেখ রবিউল আলম বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার প্রয়োজন ছিল। দেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। এদেশের মানুষ হারতে জানে না। দেশের মালিক জনগণ। তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোট দিতে চায়। আমি ও আমার দল গণতন্ত্র প্রতিষ্ঠায় পরিশ্রম করছি। জনগণ তার মূল্যায়ন করবে। তারা কেন্দ্রে গিয়ে ভোট দেবে। যা বেগম খালেদা জিয়ার মুক্তির পথকে বেগবান করবে।’

বিজ্ঞাপন

সরকার শক্তি প্রয়োগের চেষ্টা করলে জনগণ তা মোকাবিলা করবে— এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপিপ্রার্থী বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার নিয়ে আসার দায়িত্ব আমাদের না। সুষ্ঠু নির্বাচন ও নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। যা তৈরি করতে তারা ব্যর্থ হয়েছে কমিশন। রাষ্ট্র সুস্ঠু নির্বাচন দিতে না পারলে জনগণ অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন- ধানমন্ডি থানা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, ১৬ নম্বর বিএনিপ সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা হাবীবুর রহমান, হাজারীবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল জলিলসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন