বিজ্ঞাপন

পুলিশ সুপারের পদ বেড়েছে ২১৫টি

March 16, 2020 | 12:42 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ পুলিশে আরও ২১৫টি পু‌লিশ সুপার প‌দ তৈরি করা হয়েছে। এর ফলে দেড় বছর আগে যে ২১৫ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে সুপারনিউমারি পুলিশ সুপার করা হয়েছিল, তারা সবাই পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। অর্থাৎ পদোন্নতির দেড় বছর পর পুলিশ সুপার পদে বসতে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশের নতুন এসব পদ সৃজনের কথা জানানো হয়।

উপসচিব তাহমিনা বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কাঠামোতে ২১৫ পুলিশ সুপার (পঞ্চম গ্রেড) পদ সৃজন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে পুলিশ সুপার পদের সংখ্যা ছিল ৩৬৯টি। নতুন ২১৫টি পদ সৃজন হওয়ায় পদের সংখ্যা দাঁড়ালো ৫৮৪টিতে।

বিজ্ঞাপন

এদিকে, নতুন ২১৫ পদ সৃজন হওয়ায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এর মাধ্যমে বিশেষ করে ২৫তম বি‌সিএস পু‌লি‌শ ক্যাডারের সবার দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তারা।

এ খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ সুপার হতে যাওয়া কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন