বিজ্ঞাপন

বন্ধ করে দেওয়া হলো বরিশালের বাণিজ্য মেলা

March 16, 2020 | 3:37 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: করেনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বন্ধ করে দেওয়া হয়েছে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধনের দু’দিন পর জেলা প্রশাসকের নির্দেশে বরিশাল নদী বন্দর কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে মেলা বন্ধ করেন। সোমবার (১৬ মার্চ) সকালে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, ‘দেশে করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এজন্য সভা-সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এরপরও বরিশাশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু করা হয়েছিলো। বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা রোববার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত মেলা বন্ধ থাকবে।’

বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, ‘মেলার জন্য অনেক আগেই মেরিন ওয়ার্কসপ মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেলার জন্য মানুষের ক্ষতি হবে ভেবে রোববার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে মেলা বন্ধ করে দিয়েছি।’

উল্লেখ, গত শুক্রবার বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে এ মেলা শুরুর বিষয়টি নিয়ে সচেতন বরিশালবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন