বিজ্ঞাপন

‘কোচ হওয়ার জন্য খুব বেশি আলোচনার দরকার হয়নি’

February 27, 2018 | 4:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

মনসুর আলী খান পতৌদির লেকচারে যোগ দিতে যেতে হবে কলকাতা। কোর্টনি ওয়ালশ সকাল থেকে একটু তাড়াহুড়োতেই ছিলেন। প্রধান কোচ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় অবশ্য বরাবরের মতোই নির্লিপ্ত। শুধু বললেন, কোচ হওয়ার জন্য খুব একটা আলোচনা করার দরকার হয়নি তার।

শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন রিচার্ড হ্যালসল। নিদাহাস ট্রফিতে সেই দায়িত্বটা যে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ হতে যাচ্ছেন, সেটা কাল নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়ালশও জানিয়েছেন, দায়িত্বটা নিতে তিনি প্রস্তুত।

ক্যারিবীয়ান কিংবদন্তি জানালেন, ‘কাজটা তো অন্তবর্তীকালীন। গত সিরিজে আমরা মূল কোচ ছাড়াই খেলেছি। এবার আমাকে কাজটা করতে বলা হয়েছে। এটার জন্য খুব বেশি আলোচনার আসলে দরকার হয়নি। আমি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার, আরেকটু বেশি ধারাবাহিক করার। সুযোগটা আসার পর এটা নিয়ে আলোচনা করা আসলে কঠিন কিছু ছিল না। আশা করি, যেটা করছি সেটার চেয়ে অনেকটা উন্নতি করতে পারব, চ্যালেঞ্জটা নিতে পারব।’

বিজ্ঞাপন

প্রশ্ন উঠছেও অবশ্য অনেক কিছু। আপৎকালীন কোচ হিসেবে একটা পথহারা দলকে এককাট্টা করা আসলে কতটা কঠিন? ওয়ালশ অবশ্য এটাকে বড় কোনো সমস্যা মনে করছেন না, ‘এটা আসলে কঠিন কিছু নয়। আমি শুধু নিজের কাজটাই করার চেষ্টা করব।’

কিন্তু তার দায়িত্ব তো ছিল বোলিং কোচের। স্পেশাল ক্যাম্পে সেটা নিয়েই কাজ করছিলেন। সেখানে কতটা কী করতে পারছেন বোলাররা? ওয়ালশের জবাব, ‘আমরা তো বোলারদের নিয়েই কাজ করছি মূলত। ব্যাটসম্যানরাও একটু সুযোগ পাচ্ছে। এখন পর্যন্ত যা হয়েছে তাতে আমি বেশ সন্তুষ্ট। নিজেদের নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতার অনেকখানি উন্নতি করতে পেরেছে বোলাররা, নিজেদের কাজটাও বুঝতে পারছে। এখন সেটা ম্যাচে করে দেখাতে পারলেই হয়!’

তাহলে কোচ হিসেবে প্রাথমিক লক্ষ্যটা কী হবে ওয়ালশের? ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসার জানালেন, ‘ধারাবাহিকতার অভাবটাই আসলে আমাদের সমস্যা। প্রতিভা কিন্তু আছে। সবাই অনেক খাটছে। এটা হবে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা নিয়েই এখন কাজ করছি। ’

বিজ্ঞাপন

আর আপাতত কোচ হওয়ার পর দলের ওপর ছায়া হয়ে থাকাটাই সবচেয়ে জরুরি কাজ মানছেন, ‘আমাকে আসলে বটবৃক্ষের কাজটা করতে হবে, ওদের আরও বেশি আত্মবিশ্বাস দিতে হবে। নিশ্চিত করতে হবে যেন তারা ফর্ম ফিরে পায়। সবাইকেই একটা ভূমিকা পালন করতে হয় দলে, সেটা নিশ্চিত করাই আমার কাজ।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন