বিজ্ঞাপন

হ্যালসল থাকছেন না শ্রীলঙ্কায়, আসছেন না ব্যাটিং কোচও

February 27, 2018 | 5:12 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

এসেছিলেন ফিল্ডিং কোচ হিসেবে। রুয়ান কালপাগে চলে যাওয়ার পর হয়েছিলেন সহকারী কোচ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর তিনি দায়িত্ব পেয়েছিলেন মূল কোচের। আপাতত রিচার্ড হ্যালসলের ওই অধ্যায়টা শেষই হয়ে গেছে বলা যায়। আজ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, হ্যালসল নিদাহাস ট্রফিতে দলের সঙ্গে যাচ্ছেন না।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরেই ছুটিতে চলে গিয়েছিলেন হ্যালসল। এখনও ফেরেননি সেখান থেকে, জানা গেছে আপাতত তাকে ফেরানোর ইচ্ছা নেই বিসিবির। নিজামউদ্দিন চৌধুরী অবশ্য বললেন, হ্যালসল এখনো চাকরিতে আছেন, ‘হ্যালসল এখনো সহকারী কোচ আছেন। তবে এই সফরে দলের সঙ্গে থাকছেন না। আপাতত তিনি ছুটিতে আছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আমাদের কথা চলছে আপনারা জানেন। যদি তা হয় সে সময়ে তিনি ক্যাম্পে যোগ দেবেন।‘

প্রধান কোচ যে নিদাহাস ট্রফিতে আসছেন না, সেটা কালই নিশ্চিত করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু ব্যাটিং কোচ হিসেবে মাইকেল বেভানের নামটা শোনা যাচ্ছিল। আজ প্রধান নির্বাহী নিশ্চিত করলেন, নতুন করে ব্যাটিং কোচও আসছেন না। সেই দায়িত্বটা পালন করবেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ সাইমন হেলমট। আর ওয়ালশ মূল কোচের দায়িত্ব পাওয়ায় বোলিং কোচ হচ্ছেন হাই পারফরম্যান্স দলের দায়িত্বে থাকা চাম্পাকা রামানায়েক।

বিজ্ঞাপন

‘নিদাহাস ট্রফি যেহেতু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এখানে হাই পারফরম্যান্স ইউনিটের যে প্রধান কোচ সাইমন হেলমট তিনি ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন। পৃথিবীর বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে তার অভিজ্ঞতার কথা আমরা বিবেচনা করেছি। হেলমটকে আমরা ব্যাটিং কোচ হিসেবে রাখছি, বোলিং কোচ হিসেবে চাম্পাকা রামানায়েককে যুক্ত করেছি। এই দুই জন বাড়তি সদস্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। এটা সংক্ষিপ্ত সময়ের একটি সফর তাই আমরা ঠিক করেছি এই কয় জনের মধ্যে আমরা সীমিত রাখব।’

তবে প্রধান নির্বাহী আরও একবার নিশ্চিত করলেন, এসব সিদ্ধান্ত শুধু নিদাহাস ট্রফির জন্যই নেওয়া হয়েছে, ‘পুরো সিদ্ধান্ত কিন্তু নিদাহাস ট্রফিকে কেন্দ্র করে করা হয়েছে। কোর্টনি ওয়ালশ যে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু শুধু নিদাহাস ট্রফিতেই করবেন। হেলমট ব্যাটিং কোচ আর চাম্পাকা বোলিং কোচ হিসেবে কাজ করবেন।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন