বিজ্ঞাপন

রশিদ খান মনে করিয়ে দিচ্ছেন রাজিন সালেহকে

February 27, 2018 | 5:59 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

কদিন আগেই সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে এক নম্বর বোলার হয়ে ইতিহাস গড়েছেন আফগানিস্তানের ‘হটকেক’ খ্যাত স্পিনার রশিদ খান। ১৯ বছর বয়সী এই তারকা স্পিনার এখন টি-টোয়েন্টিতেও সবচেয়ে কম বয়সী শীর্ষ বোলার। এবার আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রশিদ খান। এই রেকর্ড গড়লে পাবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে টপকে যাবার স্বাদ।

পরের বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্বে উতরাতে হবে আফগানিস্তানকে। সে লক্ষ্যে আপাতত প্রস্তুতি ম্যাচে খেলছে আফগানরা। দলের নিয়মিত অধিনায়ক আসগর স্তানিকজাই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাবেন বলে বাছাইপর্বের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। তার জায়গায় আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান। আগামী ৪ মার্চ জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে রশিদ খানের নতুন ভূমিকা।

তার আগে ১৯ বছর ১৬০ দিন বয়সে (২৭ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন রশিদ খান। অফিসিয়ালি সেটা স্বীকৃতি না পেলেও স্কটিশদের বিপক্ষে ৪ মার্চ টস করতে নামলেই গড়বেন কম বয়সী অধিনায়কের বিশ্ব রেকর্ড।

বিজ্ঞাপন

এতোদিন যা ছিল বাংলাদেশের রাজিন সালেহর দখলে। ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর মাত্র ২০ বছর ২৯৭ দিন বয়সে বার্মিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন রাজিন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সে ম্যাচে রাজিনের নেতৃত্বে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটের বড় ব্যবধানে।

৩১.৩ ওভারে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার আগে করতে পেরেছিল মাত্র ৯৩ রান। সর্বোচ্চ ৪০ রান করেছিলেন নাফীস ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছিলেন উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, আফতাব আহমেদ, মানজারুল ইসলাম রানা, মুশফিকুর রহমান, মোহাম্মদ রফিক, তাপস বৈশ্য, নাজমুল হোসেনরা দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি। প্রোটিয়া বোলার নিকি বোয়ে, চার্লস লেঙ্গাভেট আর মাখায়া এনটিনি তিনটি করে উইকেট নেন। একটি উইকেট পান শন পোলক। হার্সেল গিবসের উইকেট হারালেও গ্রায়েম স্মিথ আর জ্যাক ক্যালিস দলকে জেতান অপরাজিত থেকে।

২০ বছর ৩৪২ দিন বয়সে জিম্বাবুয়ের অধিনায়ক হয়েছিলেন টাটেন্ডা টাইবু। ২০০৪ সালের ২০ এপ্রিল বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১২ রানে জিতেছিল শ্রীলঙ্কা। তবে, ৯৬ রানের অপরাজিত এক ইনিংস খেলে সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন টাইবু।

বিজ্ঞাপন

২১ বছর ১২৫ দিন বয়সে অধিনায়ক হয়েছিলেন আরেক জিম্বাবুইয়ান প্রোসপার উতসেয়া। হাবিবুল বাশারের নেতৃত্বে খেলা বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচে হারারেতে জিম্বাবুয়ে জিতেছিল ২ উইকেটের ব্যবধানে। এছাড়া, ২১ বছর ৩৩২ দিন বয়সে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পেয়েছিলেন কেন উইলিয়ামসন আর ২১ বছর ৩৫৪ দিন বয়সে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়াকার ইউনিস।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন