বিজ্ঞাপন

পরামর্শ নিতে থাইল্যান্ডে সাকিব

February 27, 2018 | 6:40 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের সেই চোট এখনো যেন তাড়া করে বেড়াচ্ছে সাকিব আল হাসানকে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি, নিদাহাস কাপের শুরু থেকে খেলতে পারবেন কি না তা নিয়েও আছে সংশয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিশ্চিত করলেন, সাকিব চিকিৎসকের পরামর্শ নিতে থাইল্যান্ড গেছেন।

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, নিদাহাস কাপের শুরু থেকে নাও থাকতে পারেন সাকিব। তার আঙুলের ব্যথা কমেছে। তবে বল করতে সমস্যা না হলেও ব্যাট করতে এখনো একটু অস্বস্তি বোধ করছেন। সেটা থেকে সেরে উঠতে আরও ৮-১০ দিন সময় প্রয়োজন। সবকিছু মিলিয়েই সাকিব আরও দ্রুত সেরে ওঠার জন্য থাইল্যান্ড গেছেন, আজ নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী।

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘গতকাল রাতে সাকিব থাইল্যান্ডে চলে গেছে। সেখানে সে আরেকটি মতামত নেবে। আজ থাইল্যান্ডে দুই জন অর্থোপেডিকস বিশেষজ্ঞর সঙ্গে তার অ্যাপয়েনমেন্ট রয়েছে। এরপর সে ফিরে আসবে। আশা করছি দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাবে সাকিব। ’

সাকিব শুরু থেকে খেলতে না পারলে অধিনায়কত্বের দায়িত্ব পালন করার কথা মাহমুদউল্লাহ রিয়াদের।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন