বিজ্ঞাপন

ছন্দে ফিরলেন স্টোকস, সমতায় ফিরলো ইংলিশরা

February 28, 2018 | 2:00 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল সফরকারী ইংল্যান্ড। সে ম্যাচে জয়-পরাজয়ের চেয়ে আলোচিত ছিল প্রায় পাঁচ মাস পর জাতীয় দলে ফেরা ইংলিশ অললাউন্ডার বেন স্টোকসের ফেরা নিয়ে। সে ম্যাচে ব্যাট কিংবা বল হাতে তেমন কিছুই করতে পারেননি।

অবশেষ দীর্ঘ বিরতির পর চেনা ছন্দে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস। দলকে জেতাতে ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম করেছেন। সমতায় ফিরেছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২২৩ রান। জবাবে, ৩৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। সিরিজে এখন ১-১ সমতা।

বিজ্ঞাপন

কিউই ওপেনার মারটিন গাপটিলের ব্যাট থেকে আসে ৫০ রান। কলিন মুনরো ১, মার্ক চ্যাপম্যান ১, রস টেইলর ১০, টম ল্যাথাম ২২, হেনরি নিকোলস ১ রান করে বিদায় নেন। কলিন ডি গ্রান্ডহোম ৩৮, লুকি ফার্গুসন ১৯ রান করেন। ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার।

বেন স্টোকস ৮ ওভারে ৪২ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। দুটি করে উইকেট পান ক্রিস ওকস আর মঈন আলি।

২২৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনার জ্যাসন রয় ৮ রানে বিদায় নিলেও আরেক ওপেনার জনি বেয়ারস্টো করেন ৩৭ রান। জো রুট ৯ রান করেন। ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন অধিনায়ক ইয়ন মরগান। এরপর ব্যাট হাতে চেনা ছন্দ দেখাতে থাকেন বেন স্টোকস। ৭৪ বলে সাতটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৬৩ রান করে। ২০ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন জস বাটলার।

বিজ্ঞাপন

দুটি উইকেট নেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট পান লুকি ফার্গুসন এবং কলিন মুনরো।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন