বিজ্ঞাপন

ক্রিকেট মাঠের পর রাজনীতির ময়দানে ওয়ার্নার!

February 28, 2018 | 2:56 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ দলের বাইরে থাকলে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার। আইপিএলে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনিই। শুধু কি তাই, বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে ঝামেলায় পুরো অজি দলকে মাঠের বাইরে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্নার।

কোনো কিছুতে নেতৃত্ব দেয়ার সুযোগ পেলে সেটা হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। সেটা যদি খেলার মাঠে না হয়ে, রাজনীতির মাঠেও হয় ওয়ার্নার তাতেও নেতৃত্ব দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন।

তবে, এখনই রাজনীতির ময়দানে নামছেন না ওয়ার্নার। ক্রিকেট থেকে অবসরের পর অস্ট্রেলিয়ান রাজনীতিতে নামতে চান তিনি।

বিজ্ঞাপন

অজি ওপেনার জানিয়েছেন, ‘ক্রিকেট ছাড়ার পর আমার অন্য কিছু করতে খারাপ লাগবে না। সেটা যদি রাজনীতিও হয়।’

ছোটবেলা থেকেই দায়িত্ব নেয়ার অভ্যাসটা রপ্ত করেছেন ওয়ার্নার, ‘ছোটবেলা থেকেই আমি কাজের পরিবেশে বড় হয়েছি। যখন ছোটো ছিলাম, ভাইয়ের সঙ্গে সব কাজ আমাকে করতে হতো। কারণ আমার বাবা-মা ঘরের বাইরে কাজ করতেন। থালাবাসন পরিষ্কার, কাপড় ইস্ত্রি করা থেকে শুরু করে ঘরের সব কাজ আমাকে করতে হতো।’

নিয়মিত রাজনীতির খবরাখবর রাখা ওয়ার্নার আরও যোগ করেন, ‘আমি আর আমার ভাই ঘরের অনেক বিল পরিশোধ করেছি কাজের মাধ্যমে। দেশের জন্য কাজ করার সুযোগ পেলে সেটা গ্রহণ করবো। আমি ঘরের বাইরে যখনই কাজ করার সুযোগ পেয়েছি সেটা গ্রহণ করেছি। কারণ, ঘরের কিছু বিল পরিশোধের জন্য তখন আমার টাকার দরকার ছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন