বিজ্ঞাপন

মঞ্চ ভেঙে নিচে পড়লেন মেয়র সাঈদ খোকন

March 1, 2018 | 2:26 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের জনগণের প্রশ্নের জবাব দিতে বৃহস্পতিবার ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেয়র সাঈদ খোকন।

রাজধানীর পরীবাগে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদের সভাপতিত্বে অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কামরুল ইসলাম চৌধুরী, প্রধান বর্জ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্থানীয়দের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন মেয়র সাঈদ খোকন। কিন্তু হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ। ভাঙা মঞ্চ নিয়ে নিচে পড়ে যান অন্তত ৪০ জন অতিথি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ফুল সজ্জিত মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে।

বিজ্ঞাপন

পরিস্থিতি সামলে উঠে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। সবাই ভালো আছি।’

এরপর অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দুপুর ১টার দিকে ঘটনাস্থল ছেড়ে যান মেয়র।

অনুষ্ঠানের ‍শুরুতে সাঈদ খোকন বলেন, আড়াই বছর হতে চলল আপনারা আমায় নির্বাচিত করেছেন, ভালোবাসা দিয়েছেন। এখন ঋণ শোধের সময়।

মেয়র বলেন, ২১ নং ওয়ার্ডে আগে ঠিকমতো বাতি জ্বলত না। আমরা এখানে ৫০৯টি ল্যামপোস্ট বসিয়েছি। ছিনতাই, মাদক গ্রহণের মতো অসামাজিক কার্যকলাপের ইতি টেনেছি। তাকিয়ে দেখুন, ঢাকা বদলে যেতে শুরু করেছে। ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনগুলো আরও দৃশ্যমান হবে ইনশাআল্লাহ!

বিজ্ঞাপন

এসময় গত বছরের চিকনগুনিয়া মোকাবেলায় হটলাইন চালু ও বাসায় বাসায় গিয়ে চিকিৎসা সেবা প্রদানের বিষয়টিকে ‘দক্ষিণ এশিয়ায় অভূতপূর্ব’ বলে উল্লেখ করেন তিনি।

এরপরপরই ৩১টি পার্ক ও মাঠ বিশিষ্ট এক অন্যরকম ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এ মেয়র। এ প্রকল্পটিকে ‘জলসবুজে ঢাকা’ বলে অভিহিত করা হয়েছে।

বক্তব্যের শেষে আগত ওয়ার্ডবাসীর কাছ থেকে বিভিন্ন অভাব-অভিযোগের ব্যাপারে জানতে চান এ জনপ্রতিনিধি। এ সময় ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দু’ একটি স্থানে ল্যামপোস্ট, রোড ডিভাইডার, মসজিদ নির্মাণ, ট্রাফিক পুলিশ ফাঁড়ি ও শাহবাগ ফুল মার্কেটের পুনঃনির্মাণের দাবিসহ জলাবদ্ধতায় বিপত্তি নিরসনে দ্রুত পদক্ষপের দাবি ওঠে।

সারাবাংলা/এসএ/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন