বিজ্ঞাপন

মাদক নিয়ন্ত্রণে গাফিলতি করলে চাকরি থাকবে না : ডিজি

March 1, 2018 | 5:10 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: অধিদফতরের কোনো কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে তাকে বরখাস্ত করা হবে বলে সতর্ক করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান ব্যক্ত করেন।

জামাল উদ্দিন বলেন, ‘অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারী‌র জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কর্মীদের কেউ কেউ এরইমধ্যে মন্ত্রণালয়ের জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন।’

বিজ্ঞাপন

‘মিয়ানমার থেকে মাদক আসা বন্ধের বিষয়ে দেশটির ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কয়েকদিন আগে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তারা মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন।’

অধিদফতরের ডিজি বলেন, ‘আমরা মানুষের মধ্যে মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে চায়। মাদক আইনকে আরও শক্তিশালী ও বেগবান করতে ১৩ মার্চ খসড়া চূড়ান্ত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। আশা করি, এরপর এটি ক্যাবিনেটে যাবে। মাদক আইন শক্তিশালী করার বিষয়ে আমরা আশাবাদী।’

সারাবাংলা/এসআর/আইএ/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন