বিজ্ঞাপন

‘নেইমারকে ছাড়াই রিয়ালকে হারাবে পিএসজি’

March 1, 2018 | 4:08 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইনজুরিতে পড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচে যে নেইমারকে পাচ্ছে না, সেটা পিএসজি জেনেছে আগেই। নেইমারের অস্ত্রোপচার হওয়ার কথা এই সপ্তাহেই। তবে তুরুপের তাস ছাড়াই রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে পিএসজি জিতবে এমনটাই বলছেন পিএসজি ক্লাব প্রধান।

লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে মাঠে নেমে ম্যাচের ৭৭ মিনিটে পায়ে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন পিএসজি তারকা নেইমার। চোট গুরুতর হওয়ায় তাকে ছাড়াই ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়ালের বিপক্ষে মাঠে নামতে হবে পিএসজিকে।

পিএসজির চেয়ারম্যান ও সিইও নাসের আল-খেলাইফি বেশ জোর দিয়েই বলেছেন রিয়ালের বিপক্ষে জয় তুলে নেবে তার দল। চ্যাম্পিয়ন্স লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ৩-১ গোলে হেরে দ্বিতীয় লেগে ঘরের মাঠে রিয়ালের মুখোমুখি হবে পিএসজি।

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে স্প্যানিশ ক্লাবটিকে। পিছিয়ে থাকা পিএসজি এবার রিয়ালকে হারাবে বলেই মনে করছেন ক্লাব প্রধান আল-খেলাইফি, ‘আমরা চ্যাম্পিয়নস লিগে থাকার যোগ্যতা অর্জন করব সমর্থক ও খেলোয়াড়দের নিয়েই। আমাদেরকে উতরে যেতে হবে। আমি আবার বলছি, জয়ের জন্য আমাদের দলে যোগ্য খেলোয়াড় আছে।’

মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর বেশ খুশি হলেও কিলিয়ান এমবাপের গোড়ালির চোটে খুশি থাকতে পারছেন না স্প্যানিশ কোচ উনাই এমেরি। তবে তিনি আশাবাদী, এমবাপেকে পাওয়া যাবে, ‘আমি মনে করি ইনজুরি গুরুতর হবে না।’

ইনজুরিতে পড়া খেলোয়ারদেরকে মাঠে দেখার আশা করছেন স্প্যনিশ এই কোচ, ‘যেসব খেলোয়াড় ইনজুরিতে পড়েছে যেমন নেইমার, এমবাপে ও মারকুইনহোস। আমি ওদের দ্রুত সুস্থ হয়ে ফেরার আশা করছি।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন