বিজ্ঞাপন

নববর্ষে কোনোভাবেই লোক সমাগম করবেন না: প্রধানমন্ত্রী

April 12, 2020 | 10:46 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলা নববর্ষ উপলক্ষে কোথাও কোনো ধরনের লোক সমাগম না করতে আহ্বান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বরিশাল ও খুলনা বিভাগের মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১২ এপ্রিল) এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাড়তি সমাগমের কারণে কোথাও কোথাও করোনার সংক্রমণ হয়েছে। অনেকগুলো জেলায় এরইমধ্যে সংক্রমণ হয়েছেন। আপনারা নববর্ষের অনুষ্ঠান ঘর করেন। উৎসব পরিবার নিয়ে করেন। আমরা সেটিই চাই।’

শেখ হাসিনা বলেন, মুখে অন্তত মাস্কটা ব্যবহার করবেন। কর্মস্থলে যাবেন মাস্কটা ব্যবহার করলে নিজেকে অনেকটা সুরক্ষিত করতে পারবেন। অযথা হাত চোখ-মুখে দেবেন। কোনো জায়গায় বসে হাচি-কাশি না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে যে সব স্বাস্থ্য উপকরণ ব্যবহার করা হয় সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ উদ্যোগ নিতে হবে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে বিশেষভাবে উদ্যোগ নিতে পারে।’

মাঠ প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খাবারের দোকানপাট সীমিত সময়ের জন্য খোলা রাখার ব্যবস্থা করা যেতে পারে। যাতে বাসা-বাড়িতে দরকার হলে খাবার সরবরাহ করতে হবে। এতে কিছু লোকের কর্মসংস্থান হবে। এছাড়া ধানকাটা মৌসুম শুরু হয়েছে। দিনমজুররা যেন ধান কাটতে যেতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেব।’

শেখ হাসিনা বলেন, ‘হাঁটবাজার সম্পূর্ণ বন্ধ না রেখে কোথাও কোনো ফাকা জায়গা পণ্য কেনাবেচার জন্য ব্যবহার করা যেতে পারে। যার যার পণ্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বেচাকেনা করে চলে গেল। সেই উদ্যোগটি প্রশাসন নিতে পারে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন