বিজ্ঞাপন

সিপিএলে পুরনো দলে সাকিব, নতুন দলে মাহমুদউল্লাহ

March 2, 2018 | 11:49 am

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ড্রাফটে নাম ছিল অনেকেরই। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবার খেলার সুযোগ হয়েছে দুইজন বাংলাদেশীর। সাকিব আল হাসান যোগ দিয়েছেন পুরনো দল বার্বাডোস ট্রাইডেন্টসে। আর মাহমুদউল্লাহর ঠিকানা হয়েছে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

২০১৩ সালে প্রথম সিপিএলে বার্বাডোসের হয়ে নাম লিখিয়েছিলেন সাকিব। পরে অবশ্য দল বদলে চলে আসেন জ্যামাইকা তালাওয়াসে। কাল লন্ডনে সিপিএলের নিলামের দ্বিতীয় ধাপে তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলারে ডেকে নেয় বার্বাডোস। সেখানে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন মার্টিন গাপটিল, হাশিম আমলা, ডোয়াইন স্মিথদের।

মাহমুদউল্লাহও গতবার জ্যামাইকার হয়েই খেলেছিলেন সিপিএল। এবার দল বদলে চলে এলেন সেন্ট কিটসে। ৭০ হাজার ডলার দামে তাঁকে ডেকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মাহমুদউল্লাহর সঙ্গী হচ্ছেন ক্রিস গেইল, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েটরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে সিপিএল খেলতে পেরেছেন মোট চারজন। তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ অবশ্য এবার দল পাননি।

 

সারাবাংলা/ এএম/ এসএন

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন