বিজ্ঞাপন

দেশে করোনা আক্রান্ত ৩ হাজার ছাড়াল, মৃতের সংখ্যা বেড়ে ১১০

April 21, 2020 | 2:44 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে প্রতিনিয়ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। সবশেষ গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন। একই সময়ে মারা গেছেন নয়জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৮২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে ১১০।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, ’গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ৯৭৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩৪ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছে নয়জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১১০ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুজন। এ নিয়ে মোট ৮৭ জন সুস্থ হলেন।

তিনি জানান, মৃত নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন মহিলা। এদের মধ্যে তিনজন ষাটোর্ধ্ব বয়সের। এছাড়া তিনজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আর বাকি তিনজনের বয়স ৪১ থেকে ৫০ বছর বয়সসীমার মধ্যে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন