বিজ্ঞাপন

মেসিদের সাথে হিগুয়াইন-আগুয়েরো

March 2, 2018 | 2:27 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

মার্চে ইতালি ও স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। দুই দলের সাথে প্রীতি ম্যাচের আগে তাই দলকে নতুন করে সাজিয়ে নিচ্ছেন কোচ হোর্হে সাম্পাওলি। প্রীতি ম্যাচকে সামনে রেখে গঞ্জালো হিগুয়াইনকে ফেরালেন আর্জেন্টাইন এই কোচ।

আগামী ২৩ মার্চ ইতালি এবং চারদিন পর স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গোড়ালি সমস্যার কারণে মাঠের বাইরে আছেন হিগুয়েইন। জুভেন্টাসের হয়ে খেলা এই আর্জেন্টাইন ইনজুরিতে পড়ে মাঠে নামতে পারছেন না আগামী সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে। তবে জাতীয় দলের প্রীতি ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে দ্রুত ফিরবেন বলে আশাবাদী সাম্পাওলি।

প্রীতি ম্যাচকে সামনে রেখে গতকাল জাতীয় দলের স্কোয়াড নিশ্চিত করেছেন কোচ সাম্পাওলি। গত সেপ্টেম্বরের পর জাতীয় দলের স্কোয়াডে ফিরলেন হিগুয়েইন। কোচ সাম্পাওলিও প্রথমবারের মতো হিগুয়াইনকে স্কোয়াডে ডাকার সুযোগ পেলেন। দলে ফিরেছেন ম্যানচেষ্টার সিটিতে দুর্দান্ত ফর্মে থাকা সের্হিয়ো আগুয়েরো। জুভেন্টাসে হিগুয়েইনের সতীর্থ পাউলো দিবালা ও ইন্টার মিলান অধিনায়ক মাউরো ইকার্দি দলে ডাক পাননি।

বিজ্ঞাপন

ইতালি এবং স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুজমান (টাইগার্স), উইলফ্রেডো কাবায়েরো (চেলসি)।

ডিফেন্ডার: মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), রামিরো ফুনেস মোরি (এভারটন), ফেদেরিকো ফাজিও (রোমা), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), মার্কোস আকুনা (স্পোর্টিং সিপি), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (অ্যাজাক্স), গ্যাব্রিয়েল মেরকাদো (সেভিয়া)।

বিজ্ঞাপন

মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (চীনা হেবেই ফরচুন), লিয়ান্দ্রো পারেদেস (জেনিত স্যান্ট পেটার্সবার্গ), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), জিওভানি ল চেলসো (পিএসজি), লুকাস বিগলিয়া (মিলান), আনহেল ডি মারিয়া (পিএসজি), এভার বানেগা (সেভিয়া)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো হিগুয়াইন (জুভেন্টাস), সের্হিয়ো আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), দিয়েগো পেরোত্তি (রোমা)।

 

সারাবাংলা/ এসএন/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন