বিজ্ঞাপন

তুমব্রু সীমান্ত থমথমে : পতাকা বৈঠক বিকেলে

March 2, 2018 | 2:41 pm

বান্দরবান করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের পরিস্থিতি এখনও থমথমে। সার্বিক বিষয়ে আলোচনার জন্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সঙ্গে শুক্রবার বিকেলে পতাকা বৈঠকে বসবেন তারা।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, ‘বৃহস্পতিবার সকালে মিয়ানমার সীমান্তে শক্তি বৃদ্ধি করায় আমরা প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছিলাম। তারা আজ সময় দিয়েছে। বিকেল ৩টায় বাংলাদেশ সীমান্তের ঘুমধুম পয়েন্টে পতাকা বৈঠক হবে।’

লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, বিজিবিকে সীমান্তে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সীমান্তে টহলে বিজিবি সদস্যরা বাংলাদেশ সীমান্তে টহলে বিজিবি সদস্যরা রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা প্রায় ছয় হাজার রোহিঙ্গা তুমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নিয়েছে।

মিয়ানমার কর্তৃপক্ষ ফেব্রুয়ারির শুরু থেকেই তাদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে বলে বান্দরবানের স্থানীয় প্রশাসন ও বিজিবির ভাষ্য।

এর মধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎ তুমব্রু সীমান্তে শক্তি বৃদ্ধি করে মিয়ানমার। বেশ কিছু সামরিক পিকআপ, ট্রাক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বিজিপি সদস্য অবস্থান নেয় শূন্য রেখা থেকে দেড়শ গজ ভেতরে। ফলে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন