বিজ্ঞাপন

নিষিদ্ধ ইফতার পার্টি, মিলতে পারে ইফতার বিক্রির অনুমতি

April 24, 2020 | 11:03 pm

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবারের রমজানে রাজধানীসহ সারাদেশে ইফতার পার্টি নিষিদ্ধ হতে পারে। ইফতার পার্টিতে বড় ধরনের জনসমাগম হয় সে কারণে আয়োজনকারী প্রতিষ্ঠানগুলো ইফতার পার্টি থেকে বিরত থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে ইফতার পার্টিকে নিরুৎসাহিত করার ব্যাপারটি জানা যায়। করোনা পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থাগুলো কয়েকদিন আগে এই প্রতিবেদন জমা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রতিবেদনে সীমিত আকারে ইফতার সামগ্রী বিক্রির অনুমতি দেওয়ার বিষয়টিতেও সুপারিশ করা হয়েছে। তবে সেটি সামাজিক দূরুত্ব নিশ্চিত করেই যেন অনুমতি দেওয়া হয়। এছাড়া রমজান মাস জুড়ে ভিক্ষুক ও ভাসমান মানুষদের ইফতার সামগ্রী বিতরণের বিষয়টিও উঠে আসে প্রতিবেদনের সুপারিশে।

জানা যায়, রমজান শুরুর দিন থেকেই সরকারি বড় সংস্থাগুলো ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে। সরকারি দল, বিরোধী দলসহ ছোট বড় রাজনৈতিক দলগুলোর ইফতার মাহফিল চোখে পড়ার মতো। গণভবনেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার পার্টি হয়ে থাকে। র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, দুদক, সাংবাদিক সংগঠনগুলো, প্রেসক্লাব, কাস্টমস ইনটেলিজেন্সসহ অনেক সংস্থা ইফতার আয়োজন করে আগেভাগেই কার্ড বিতরণ শুরু করে। কিন্তু এবার এখন পর্যন্ত কোনো সংস্থাই ইফতার কার্ড বিতরণ করেননি।

বিজ্ঞাপন

জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বিগত বছরগুলোতে ইফতার আয়োজন নিয়ে অনেক আগেই কার্যক্রম শুরু করা হয়। এবার এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জনসমাগম এড়াতে এবার ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা থেকে বিরত থাকবে ডিএমপি।’

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি সুজয় সরকার বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিতে এবার র‌্যাব সদর দফতর এবং ব্যাটালিয়নগুলোতে কোনো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে না। তবে অসহায় ভাসমান লোকদের ইফতার সামগ্রী বিতরন ও ফাঁকা রাজধানীতে পাহারা দেবে র‌্যাব সদস্যরা।’

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার বলেন, ‘দুদক থেকেও কোনো ইফতার ও দোয়া মাহফিল হবে না। সামাজিক দূরত্ব এড়াতে জনসমাগম বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘কোনো ইফতার মাহফিল হবে না। তবে ভাসমান পথচারীসহ নিম্ন আয়ের কিছু মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।’

এদিকে পুলিশ সদর দফতরের সহকারি উপ মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলেন, ‘ইফতার ও দোয়া মাহফিলের নামে সারাদেশের কোথাও যাতে সোস্যাল গ্যাদারিং করা না হয় সেজন্য পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। অপরাধ যাতে বাড়তে না পারে সেজন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইফতার মাহফিল বন্ধের পাশাপাশি সীমিত আকারে ইফতার সামগ্রী বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। এ ব্যাপারে পুলিশ কিভাবে বাস্তবায়ন করবে তা জানাবে। তবে দেওয়া হলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন