বিজ্ঞাপন

কুয়েতের কোচ হচ্ছেন হার্শেল গিবস

March 2, 2018 | 4:54 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর জমবে ২০২০ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিশ্বকাপকে সামনে রেখে এবছর এপ্রিলে শুরু হবে বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বের খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করেছে কুয়েত জাতীয় ক্রিকেট দল। নিজেদের ঝালিয়ে নিতে তাই কোচ হিসেবে রাখছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবসকে।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোচ হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন গিবস। কোচ হিসেবে কুয়েতের দায়িত্ব নেয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন সাবেক প্রোটিয়া ওপেনার। তবে আঞ্চলিক বাছাইয়ের আগে কুয়েতের কোচ হিসেবে অনেকটা চ্যালেঞ্জ নিতে হবে ৪৪ বছর বয়সী এই প্রোটিয়াকে।

দক্ষিণ আফিকার হয়ে গিবস শেষবার মাঠে নেমেছেন ২০১০ সালে। শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে আর শেষ টি-টোয়েন্টিতে খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ক্যারিয়ারে ৯০টি টেস্ট, ২৪৮টি ওয়ানডে এবং ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই প্রোটিয়া। গতবছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের ঘরোয়া লিগ টি-টোয়েন্টিতে কোচের দায়িত্ব পালন করেছিলেন গিবস।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/ এসএন/ এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন