বিজ্ঞাপন

কঙ্গোতে হামলা, শান্তিরক্ষীসহ নিহত ২০

December 9, 2017 | 3:04 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ১৫ সদস্যসহ ২০ নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে কঙ্গোর পাঁচ সেনা সদস্য রয়েছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে নর্থ কিভু প্রদেশে শান্তিরক্ষী বাহিনী ও কঙ্গোর এসব সেনা সদস্যরা নিহত হন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলার সমালোচনা করে বলেন, ‘জাতিসংঘ পরিবারের জন্য ঘটনাটি খুব দুঃখজনক। এই হামলার কঠোর নিন্দা জানাই।’

বিজ্ঞাপন

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংসতা চললেও চলতি বছর সরকারি বাহিনী ও বিভিন্ন মিলিশিয়া গ্রুপের মধ্যে লড়াই বেড়ে গেছে। দেশটিতে জাতিগত সংঘাতও বৃদ্ধি পেয়েছে।

সারাবাংলা/এমএইচটি

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন