বিজ্ঞাপন

সূর্য-মেঘের লুকোচুরিতে থাকবে ঝড় বৃষ্টিও

May 3, 2020 | 12:42 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দিনভর সূর্য-মেঘের লুকোচুরিতে গত কয়েকদিনের অব্যাহত ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে আজও। তবে এতে বজ্রপাতের চোখ রাঙানি থাকলেও কাল বৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

রোববার (৩ মে) আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজধানী ও এর আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম/ দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস সারাবাংলাকে বলেন, ‘গত তিন চার দিনের মতো আরও দুয়েকদিন হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। তবে এতে বজ্রপাতের সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। কিন্তু কাল বৈশাখী ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই।’

দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন থাকবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন