বিজ্ঞাপন

ম্যান সিটিকে ৫০ হাজার পাউন্ড জরিমানা

March 3, 2018 | 3:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

এফএ কাপের পঞ্চম রাউন্ডে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ থেকে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার সিটি। গত ১৯ ফেব্রুয়ারির সেই ম্যাচে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় শেষমেশ ৫০ হাজার ইউরো জরিমানা গুনতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।

ঘরের মাঠে সেই ম্যাচে উইগানের জয়ের পর মাঠে ঢুকে পড়েছিল স্বাগতিক সমর্থকরা। নিরাপত্তারক্ষীরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও সবার চোখকে ফাঁকি দিয়ে একজন চলে আসেন ম্যানসিটির সেরা তারকা আগুয়েরোর কাছাকাছি। আর্জেন্টাইন এই তারকাকে কটু কথা বললে নিজের ক্ষোভটা ধরে রাখতে না পেরে সেই দর্শককে প্রথমে ধাক্কা দেন তিনি। তারপর এগিয়ে গিয়ে ঘুষি দেন।

আগুয়েরোর হাত থেকে সমর্থককে ছাড়িয়ে নিতে আসেন সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষের খেলোয়াড়রাও। হাতাহাতি সেখানে মিটে গেলেও ঘটনা বিশ্লেষণ করে ফুটবল এসোসিয়েশন।

বিজ্ঞাপন

উইগান-ম্যানসিটি ম্যাচের শেষের ভিডিও: 

 

বিজ্ঞাপন

দুই ক্লাবকেই নিজেদের অভিযোগ তুলে ধরার জন্য শুক্রবার (গতকাল) ৬টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। কোনো স্বতন্ত্র খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি ফুটবল এসোসিয়েশন। তাই সবশেষ বিশ্লেষণের পর সিটিকে আর্থিক জরিমানা দেয়া হয়।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন