বিজ্ঞাপন

‘আমি চাই দেশের হয়ে খেলতে ওরা গর্ব বোধ করুক’

March 3, 2018 | 6:54 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও হারে দলের মনোবল নড়বড়ে অনেকটাই। তার ওপর সাকিব আল হাসান থাকছেন না, সেটাও নিশ্চিত হয়ে গেছে। অন্তবর্তীকালীন কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের ওপর চাপও আছে ভালোমতোই। নিদাহাস ট্রফির জন্য দেশ ছাড়ার আগে ওয়ালশও স্বীকার করে নিলেন, আন্ডারডগ হিসেবেই তারা শ্রীলঙ্কা যাচ্ছেন।

শ্রীলঙ্কার সঙ্গে মাত্রই দেশের মাটিতে হারতে হয়েছে। আর ভারতের কথা তো আলাদাভাবে বলারও কিছু নেই। নিজেদের আন্ডারডগ স্বীকার করে নিয়েই ওয়ালশ শোনালেন আশার বাণী, ‘আমার মনে হয় আমাদের ভালো একটা সুযোগ আছে। অবশ্যই আমরা আন্ডারডগ হিসেবে যাচ্ছি, দুইটি দারুণ দলের সঙ্গে খেলব। আমার মনে হয় আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে ফাইনালে যাওয়ার ভালো সুযোগ আছে। ’

ওয়ালশ অবশ্য সেজন্য চাপ নিচ্ছেন না, বরং জপে দিচ্ছেন উপভোগের মন্ত্রই, ‘আমি ওদের বলব একটা একটা ম্যাচ করে ভাবতে। খেলাটা উপভোগ করতে, নিজেদের মেলে ধরতে। পরিকল্পনা তো বাস্তবায়ন করতেই হবে, তাই বলে বাড়তি চাপ নেওয়ার কোনো দরকার নেই। নির্ভার হয়েই খেলতে হবে আমাদের। আশা করতে পারি আমরা ধারাবাহিক ক্রিকেট খেলব। আমি চাই দেশের জন্য খেলতে ওরা গর্ব বোধ করুক। ’

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে যে বাংলাদেশ খুব ভালো করতে পারছে না, সেটাও মেনে নিলেন ওয়ালশ, ‘এই সংস্করণে আমরা খুব একটা হালো করতে পারিনি। গত বছর শ্রীলঙ্কায় আমরা একটা ম্যাচ জিতেছিলাম। আমার ভালোভাবেই মনে আছে ওটা ছিল মাশরাফির শেষ ম্যাচ। আমাদের তাই সেবারের মতো কাজটা ঠিকঠাক করতে হবে, মনযোগ বাড়াতে হবে। প্রতিপক্ষ দুই বলই ভালো, তবে আমরাও ফেলনা নই। নির্দিষ্ট দিনে যে ভালো করতে পারবে সে-ই জিতবে।’

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন