বিজ্ঞাপন

মুম্বাই থেকে ফিরলো ৮৮ বাংলাদেশি

May 12, 2020 | 9:10 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে ফিরেছেন ভারতের মুম্বাইয়ে আটকে পড়া ৮৮ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (১২ মে) বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা শাহজালালে অবতরণ করেন বলে সারাবাংলাকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিজ্ঞাপন

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুম্বাই টু ঢাকা একটি বিশেষ ফ্লাইট ৮৮ বাংলাদেশিকে নিয়ে শাহজালালে বিকেল ৫টা ৫৫ মিনিটে অবতরণ করেন। তাদের সবাইকে হোমকোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে ৫ মে বিকেলে দিল্লী থেকে আসেন ১৩০ বাংলাদেশি। তারও আগে ৩ মে সন্ধ্যায় মুম্বাইতে আটকে পড়া ১৫২ বাংলাদেশি দেশে ফেরেন। এছাড়া কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা টু ঢাকার একটি বিশেষ ফ্লাইটে ৫৯ জন ও ২ মে ভারতের দিল্লীতে আটকা পড়া ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। এর পর থেকে বন্ধ হয়ে যায় আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাও। ফলে বহির্বিশ্বে বাংলাদেশিরাও আটকে পড়ে। এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাদেরকে দেশে ফিরিয়ে আনতে শুরু করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন