বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে দুই চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

May 13, 2020 | 9:48 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে দুই জন চিকিৎসকসহ পাঁচ জনের দেহে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) রাতে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, জেলায় নতুন করে করোনা শনাক্ত হওয়াদের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় দুই জন, রাজস্থলীতে একজন ও বিলাইছড়ির দুই জন রয়েছেন। সদরের শনাক্ত হওয়া দুই জন চিকিৎসকের বয়স যথাক্রমে ৪২ ও ৩৯ বছর।

এছাড়া রাজস্থলীর শনাক্ত ব্যক্তির বয়স ৩২ বছর। বিলাইছড়ির শনাক্তদের মধ্যে একজনের বয়স ২০ ও আরেকজনের বয়স ১৩। জেলায় করোনাভাইরাসে নতুন আক্রান্ত শনাক্ত হওয়া পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৭ মে। বুধবার রাতে ল্যাব রিপোর্টে তাদের করোনা শনাক্ত নিশ্চিত হয়েছে।

এর আগে ৬ মে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে এক সেবিকা ও জেলা শহরের রিজার্ভবাজার এলাকার নয় মাসের এক শিশুসহ চার জনের দেহে প্রথম করোনা শনাক্ত হয়। মঙ্গলবার (১২ মে) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরেক সেবিকার দেহে করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

এনিয়ে রাঙ্গামাটিতে শিশু, চিকিৎসক, সেবিকাসহ দশজনের দেহে করোনা শনাক্ত হল। তবে প্রথমে শনাক্ত হওয়া চার জনের দ্বিতীয় দফা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সারাবাংলা/আইই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন