বিজ্ঞাপন

মমতাজ বেগমের মৃত্যুতে প্রধান বিচারপতি-আইনমন্ত্রীর শোক

May 17, 2020 | 5:08 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) পৃথক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো বার্তায় বলা হয়, ‘বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।’

একইভাবে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিমের পাঠানো শোক বার্তায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শোক জানিয়েছেন।

বিজ্ঞাপন

শোকবার্তায় আইনমন্ত্রী জানান, ‘অধ্যাপক মমতাজ বেগম ছিলেন একজন সফল রাজনীতিবিদ ও আলোকিত মানুষ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরির কাজে এবং মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের ভিতরে থেকে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখেছেন এই বীর নারী।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে স্বাধীন করার পরও থেমে যাননি মমতাজ বেগম। আমৃত্যু চালিয়ে গেছেন দেশ ও জাতি গড়ার কাজ। বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

অধ্যাপক মমতাজ বেগম ছিলেন ১৯৭০-এর নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন জাতীয় পরিষদে সাত জন নারী প্রতিনিধির একজন। এছাড়া ছিলেন স্বাধীন বাংলাদেশের গণপরিষদ সদস্য (এমসিএ) এবং বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন