বিজ্ঞাপন

কৃষকের লাভজনক ধানের মূল্যের দাবিতে বরিশালে মানববন্ধন

May 19, 2020 | 4:19 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা, স্বাস্থ্যবীমা ব্যবস্থা চালু করা, ত্রাণ বিতরণে অনিয়ম দূর করা এবং কৃষকের ধানের লাভজনক মূল্যের দাবীতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টিও নগর কমিটি। সোমবার (১৮মে ) নগরীর সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, আমরা করোনা দূর্যোগকালীন সময়ে সরকারকে একটি সমন্বয় কমিটির করার জন্য আহ্বান জানিয়ে ছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের সে প্রস্তাব গ্রহণ করেনি। এসময় সরকারের দেওয়া অর্থের প্রণোদনা কারা পাচ্ছেন তাদের নামের তালিকা সরকারের গুরুত্বপূর্ণ স্থানে ঝুলিয়ে রাখার জন্য আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মহানগর সদস্য জাকির হোসেন, মহানগর ছাত্র মৈত্রী সভাপতি শামিল শাহরুক তমাল, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও ছাত্র মৈত্রী জেলা সভাপতি মিন্টু দেশ আরও বিভিন্ন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন